সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
যত্রতত্র গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়াম গাছ নিধনের কর্মসূচি গ্রহণ করা হয় আনন্দমার্গ প্রচারক সংঘের পশ্চিম মেদিনীপুর ভূক্তি কমিটির পক্ষ থেকে৷ ২২শে মে,২০২২ রবিবার সকাল ১০টায় শুরু হয় মেদিনীপুর শহরের বিধাননগরে অবস্থিত প্রান্তিক প্রাথমিক বিদ্যালয় মাঠে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়াম গাছ তুলে ফেলার কাজ৷ উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অপর একজন শিক্ষকের উপস্থিতিতে আনন্দমার্গ প্রচারক সংঘের ১৫জন স্বেচ্ছাসেবক ‘‘সংঘবদ্ধ সমাজ সেবা’’র কাজে অংশগ্রহণ করেন৷ ভুক্তিপ্রধান শুভাশিষ সাহু , অসিত দত্ত, অসীম পাল, কল্পনা গিরি, সুকেশ পলমল, গৌরী সিং, বিল্বমঙ্গল নন্দী,সৌমিত্র ভৌমিক, গঙ্গাধর পাত্র,অভিজিৎ দে, চয়নিকা সাহু, পঙ্কজ সাধু, রবীন্দ্রনাথ নন্দী প্রমুখ উপস্থিতি থেকে এই কর্মসূচি সফল করে তোলে৷