সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
টাটুয়াড়া গ্রাম নিবাসী দীর্ঘদিনের পুরনো মার্গী স্বর্গীয় মুরুলী কুমার গত ৩রা অক্টোবর’২৪ পাঞ্চ ভৌতিক শরীর ত্যাগ করে পরলোকগমন করেন৷ তাঁর ইচ্ছানুসারে মধ্য আনন্দনগর ‘বেলাবলয়’ শ্মশানে আনন্দমার্গ চর্যচর্য বিধানুসারে অন্ত্যেষ্টিক্রিয়া নিষ্পন্ন হয়৷
গত ১৩ই অক্টোবর ২০২৪ তারিখে, টাটুয়াড়া গ্রামের দীর্ঘদিনের বর্ষীয়ান মার্গীভাই স্বর্গীয় মুরুলী কুমারের বিদেহী আত্মার শান্তি কামনায় তাঁর একমাত্র কন্যা শ্রীমতী সুধা কুমার জয়পুরের আপ্যায়ন ভবনে আনন্দমার্গের চর্যচর্য বিধি অনুসারে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের আয়োজন করেন৷ অনুষ্ঠানে কীর্ত্তন-ভজন, মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায়ের মাধ্যমে শ্রাদ্ধানুষ্ঠান পরিচালিত হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানের বৈশিষ্ট্য নিয়ে বিশদ ব্যাখ্যা প্রদান করেন আচার্য নারায়ণানন্দ অবধূত এবং অনুষ্ঠানের পৌরহিত্য করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷