গত ৩রা জুন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের গোয়াচাঁদ গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী যদুলাল দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধিতে সম্পন্ন হয়৷ গত ২৪শে মে দ্বিপ্রহর ১২-২০ মিনিটে যদুলাল দেবনাথ পরলোক গমন করেন৷ ৩রা জুন সকাল থেকেই শোকবিহ্বল আত্মীয় পরিজন ও মার্গী ভাইবোনেরা যদুলাল দেবনাথের বাসগৃহে সমবেত হন৷ সকাল ৯-৩০ মিনিটে শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ শুরুতে উপস্থিত মার্গী ভাইবোনেরা প্রভাত সঙ্গীত ও বাবা নাম কেবলম্ মহানামমন্ত্র কীর্ত্তন পরিবেশন করেন৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধানের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য শুভ্রজানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠান শেষে আনন্দমার্গের সমাজ শাস্ত্র ও শ্রাদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ এরপর যদুলাল দেবনাথের সঙ্ঘজীবনের স্মৃতিচারনা করে শ্রদ্ধা নিবেদন করেন সঙ্ঘজীবনের সাথী শ্রী গোবিন্দ মজুমদার ও শ্রী কিরিটী দাস, শান্ত ও বিষন্ন মনে সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন যদুলাল দেবনাথের শোকার্ত পরিবার স্ত্রী ও পুত্রকন্যারা৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়