মোহনবাগানে সোনি নর্দে এখন দলের বাইরে৷ চিকিৎসার প্রয়োজনে তাঁকে বিদেশে পাড়ি দিতে হ’ল৷ গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের অভাবে বাগান দল দুর্বল হয়ে পড়েছে৷ স্বভাবতই দলের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের বাইরে চলে যাওয়ার জন্যে সমর্থকরা হতাশ৷ সোনি তাঁবু ছাড়ার সময় কেঁদে ফেললেন৷ কর্মকর্তারা সোনির অভাব পূরণের জন্যে পেন ওরজিকে দলে আনছেন৷ এই নাইজেরিয় যথেষ্ট কুশলী খেলোয়াড়৷ বাগান কর্মকর্তা তথা সদস্য-সমর্থকরা আশা করেন যে পেন সোনির অভাব পূরণ করতে সমর্থ হবেন৷ কর্মকর্তারা বলছেন--- প্রতিদ্বন্দ্বীরা সোনির অভাবে মোহনবাগান একটুও দুর্বল হয়নি৷ দলে এগারো জন খেলোয়াড়েরই গুরুত্ব রয়েছে৷ সোনি ভাল খেলোয়াড়৷ দায়িত্ব নিয়ে খেলে বলেই সমর্থকরা তাকে এত ভালবাসেন৷ দলের তাঁর অভাব যথেষ্টই চিন্তার কারণ, কিন্তু দলের আরও দশজন কুশলী খেলোয়াড় রয়েছেন৷ তাছাড়া পেনকে দলে নেওয়া হচ্ছে৷ খেলার মধ্যেই রয়েছেন এই নাইজেরিয় মিডিও৷ আশা করা যায় তিনি মোহনবাগানে মানিয়ে নেবেন৷ মনে রাখতে হবে কোচ ট্রেভর জেমস মর্গ্যানের ফাস্ট ইনিংসে এই নাইজেরীয় তারকাই ছিলেন তাঁর সাফল্যের অন্যতম ট্রাম্প কার্ড৷ খেলার মধ্যে থাকার ফলে যত তাড়াতাড়ি সম্ভব পেনকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইছেন দেবাশিষ দত্ত-সঞ্জয় বসুরা৷ ইতিমধ্যেই পেনের সঙ্গে পাকা কথা সেরে ফেলেছেন ক্লাব কর্তারা৷ ফলে লাজং এফসি ম্যাচ থেকেই সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে পেনকে৷