স্পোর্টস সায়েন্স (স্পোর্টস মেডিসিন ও চিকিৎসা) ওয়ার্কশপ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এস.এস.এ.সি আনন্দনগরের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ধরনের খেলোয়াড়দের শারীরিক মানসিক আঘাত থেকে উত্তরণের জন্যে ১০ই ডিসেম্বর,২৩-এর স্পোর্টস মেন্টরিং শ্রী আশীষ কুমার দাস ও তাঁর সহযোগীবৃন্দ ও ইষ্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন ক্যাপ্ঢেন-ক্রীড়াবিদ শ্রী সূর্যবিকাশ চক্রবর্তী ও তাঁর সহযোগীবৃন্দের সহায়তায় একদিবসীয় স্পোর্টস সায়েন্স (স্পোর্টস মেডিসিন ও চিকিৎসা) ওয়ার্কশপ (কর্মশালা) অনুষ্ঠিত হয় আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলে৷ প্রসঙ্গতঃ উল্লেখনীয় যে এ ধরণের স্পোর্টস ওয়ার্কশপ পুরুলিয়া জেলায় এই প্রথম হয়েছে৷ আচার্য দীপাঞ্জনানন্দ অবধূতের কন্ঠে প্রভাতসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন৷ আচার্য নারায়ণানন্দ অবধূত স্বাগত ভাষন দেন৷ আনন্দমার্গ হাইস্কুলের প্রধান শিক্ষক আচার্য প্রজ্ঞানন্দ অবধূত এই কর্মশালার সভাপতিত্ব করেন৷