সফল ক্রিকেটারদের পুরস্কৃত করল ভারতীয় ক্রিকেট বোর্ড

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

মঙ্গলবার হায়দরাবাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা৷ আমন্ত্রিত ছিলেন বেন স্টোকসেরা৷ এই প্রথম বিসিসিআইয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশি কোনও দলকে৷ ক্রিকেটে সারা জীবনের অবদানের জন্য সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী৷ কোভিডের জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠান করেনি বিসিসিআই৷ তাই এ দিন গত চার মরসুমের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার৷

বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন ক্রিকেটারেরা৷ শাস্ত্রীর সঙ্গেই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার৷ ২০২২-২৩ মরসুমের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার পেলেন শুভমন গিল৷ ২০২১-২২ মরসুমের জন্য একই পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরা৷ ২০২০-২১ মরসুমের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে৷ তিনি দ্বিতীয় বার এই পুরস্কার পেলেন৷ ২০১৯-২০ মরসুমের জন্য এই পুরস্কার পেয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি৷ ২০২২-২৩ মরসুমের জন্য মহিলাদের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা৷ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে ২০১৯-২০ মরসুমের জন্যও৷ ২০২০-২১ এবং ২০২১-২২ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন স্মৃতি মন্ধানা৷

২০২২-২৩ মরসুমে আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেককারী ক্রিকেটার হয়েছেন যশস্বী জয়সওয়াল৷ ২০২১-২২ মরসুমের জন্য এই পুরস্কার পেয়েছেন শ্রেয়স আয়ার৷ ২০২০-২১ মরসুমের জন্য অক্ষর পটেল এবং ২০১৯-২০ মরসুমের জন্য ময়ঙ্ক আগরওয়াল এই পুরস্কার পেয়েছেন৷ মহিলা বিভাগে ২০২২-২৩ মরসুমে সেরা আন্তর্জাতিক অভিষেককারীর শিরোপা জিতেছেন আমনজ্যোৎ কৌর৷ ২০২১-২২ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন মেঘনা৷ ২০১৯-২০ এবং ২০২০-২১ মরসুমের জন্য পুরস্কার পেয়েছেন যথাক্রমে প্রিয়া পুনিয়া এবং শেফালি বর্মা৷

২০২২-২৩ মরসুমে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি রান করার পুরস্কার পেয়েছেন যশস্বী৷ সব থেকে বেশি উইকেট নেওয়ায় পুরস্কৃত হয়েছেন অশ্বিনও৷ সব থেকে বেশি রান করার জন্য এবং উইকেট নেওয়ার জন্য পুরস্কৃত হয়েছেন মহিলা ক্রিকেটারেরাও৷ ২০২২-২৩ মরসুমে সব থেকে বেশি রান করার জন্য পুরস্কার পেয়েছেন জেমাইমা রডরিগেজ৷ ২০২১-২২ মরসুমের জন্য হরমনপ্রীত কৌর, ২০২০-২১ মরসুমের জন্য মিতালি রাজ এবং ২০১৯-২০ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন পুনম রাউত৷ অন্য দিকে ২০২২-২৩ মরসুমে সব থেকে বেশি উইকেট নেওয়ার স্বীকৃতি পেয়েছেন দেবিকা বৈদ্য৷ ২০১৯-২০ মরসুমের জন্য পুনম যাদব, ২০২০-২১ মরসুমের জন্য ঝুলন গোস্বামী এবং ২০২১-২২ মরসুমের জন্য রাজেশ্বরী গায়কোয়াড় পুরস্কৃত হয়েছেন৷

ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্স করার পুরস্কারও দেওয়া হয়েছে এ দিন৷ ২০১৯-২০ মরসুমের জন্য মুম্বই, ২০২১-২২ মরসুমের জন্য মধ্যপ্রদেশ এবং ২০২২-২৩ মরসুমের জন্য সৌরাষ্ট্রকে পুরস্কৃত করা হয়েছে৷ পুরস্কৃত হয়েছে গত চার মরসুমের রঞ্জি ট্রফির সফলতম ব্যাটার, বোলারদের৷ বিসিসিআই সাফল্যের স্বীকৃতি দিয়েছে জুনিয়র ক্রিকেটারদেরও৷