শ্রাবণী পূর্ণিমার উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 আগামী ৭ই অগাষ্ট  শ্রাবণী পূর্ণিমা৷ ১৯৩৯ সালে শ্রাবণী পূর্ণিমার এই পুণ্যতিথিতে আনন্দমার্গের  প্রবর্তক ও প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কলকাতার কাশী মিত্র ঘাটের নির্জর স্থানে মাত্র ১৮ বছর বয়সে প্রথম দীক্ষাদান শুরু করেছিলেন৷ দীক্ষা দিয়েছিলেন কালী ডাকাত নামে সেই সময়কার ভয়ঙ্কর এক ডাকাতকে৷  ওই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর কাশী মিত্র ঘাটে এই দিনটিকে মহাসমারোহে পালন করা হয়৷ এ বছর এই উপলক্ষ্যে এখানে ৬ই অগাষ্ট রাত ১২টা থেকে ৭ই অগাষ্ট ১২টা পর্যন্ত অখন্ড কীর্ত্তনের আয়োজন করা  হয়েছে৷ অখন্ড কীর্ত্তনের  পর মিলিত সাধনা ও ধর্মসভা অনুষ্ঠিত হবে৷

সমস্ত আনন্দমার্গী ও অধ্যাত্মপিপাসু মানুষদের এই কীর্ত্তনে ও ধর্মসভায় যোগদানের জন্যে আবেদন জানিয়েছেন আনন্দমার্গের কলকাতা জেলার ভুক্তি প্রধান শ্রী শিবুপদ আচার্য ও আচার্য পরিতোষানন্দ অবধূত৷