মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের নব্যমানবতাবাদ ভিত্তিক শিক্ষাদর্শন সারা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে৷ প্রাচ্যের আধ্যাত্মিক মূল্যবোধ ও পাশ্চাত্ত্যের বিজ্ঞানশিক্ষার সমন্বয় ঘটেছে এই শিক্ষাদর্শনে৷ এই নোতুন শিক্ষাদর্শনের ভিত্তিতে দেশে বিদেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে ও দেশ বিদেশের শত শত বুদ্ধিজীবী এই শিক্ষাদর্শনের ভূয়সী প্রশংসাও করেছেন৷
সম্প্রতি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে (বেলুড় মঠ, হাওড়া) পাঠরত শ্রী বীরেশ্বর মাইতি এম.এড ডিগ্রী অর্জনের জন্যে ডঃ গৌতম বন্দ্যোপাধ্যায়ের (এসোসিয়েটেড প্রফেসর) তত্ত্বাবধানে ‘শ্রীপ্রভাতরঞ্জন সরকারের শিক্ষাচিন্তা ও ২১শতকে তাঁর প্রাসঙ্গিকতা বিচার ---একটি অনুসন্ধান’’---এই বিষয়ে গবেষণাপত্র পেশ করেছিলেন৷ গত ১৮.০৬.২০১৯ তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুদেষ্ণা লাহিড়ী (পরীক্ষক) শ্রী বীরেশ্বর মাইতির উক্ত গবেষণা পত্রকে এম.এড ডিগ্রী লাভের উপযুক্ত বলে জানিয়েছেন৷ খুব শীঘ্রই এই গবেষণা কর্মটিকে গ্রন্থাগারে প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে৷