গত ২৯শে জানুয়ারী শ্রীরামপুর আনন্দমার্গ প্রাইমারী স্কুলের বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ স্থানীয় ময়দানে অনুষ্ঠানটি পালিত হয় ও বিদ্যালয়ের শিক্ষকগণ সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন৷ সকালে মার্গগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷
সারাদিন অধিকাংশ ছাত্র-ছাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ শেষে পুরস্কার বিতরণ করা হয়৷
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী প্রভাত খাঁ৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গের ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত, শ্রী পশুপতি ঘোষ ও শ্রী দিলীপ ঘোষ৷ সভায় আরও যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে ছিলেন এ্যাডভাইজারী কমিটির সভাপতি শ্রী অশোক চক্রবর্তী ও সদস্য শ্রী অভিরাম বাগ৷ এঁরা সবাই তাঁদের বক্তব্যে ছোট ছোট ছাত্র-ছাত্রাদের ক্রীড়ানৈপুণ্য, অভিভাবকদের সক্রিয় সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন৷ সহকারী শিক্ষক শম্ভুনাথ গুঁই ও অন্যান্য শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমন্ডিত হয়৷