গত ১৯শে মার্চ সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে আনন্দমার্গ প্রাইমারী স্কুলে শ্রীরামপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়৷ দীর্ঘ তিন বছর পর আনন্দমার্গের বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের শুভ প্রচেষ্টায় সার্থক হয়৷ প্রাকৃতিক দুর্র্যেগ উপেক্ষা করে প্রায় দেড় হাজার আমন্ত্রিত ব্যষ্টি ছাত্র-ছাত্রা অভিভাবকগণ এই অনুষ্ঠানে উপস্থিত হন৷
গুরুবন্দনা, গুরুর প্রতিকৃতিকে মাল্যদান, প্রার্থনা, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, গীত, ছড়ার আসর, আবৃতি, ড্রিল ও যোগাসন ইত্যাদি ছাত্রছাত্রাগণ অনুষ্ঠানে প্রদর্শন করে৷
এই অনুষ্ঠানে ঘোষক হিসাবে ছিলেন সর্বশ্রী কানাইলাল চট্টোপাধ্যায় ও অনুপ নন্দী শিক্ষক দু’জন৷ পরমারাধ্য গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান সভায় আমন্ত্রিত অতিথিগণ ও প্রধান বক্তা কৃষ্ণচন্দ্র ভড় মহাশয়৷ সর্বশ্রী রাজ পাড়ুই, অভিজিৎ দত্ত, জ্যোর্তিময় মাহাতো, সমর কুমারগণ বিশেষ অতিথি হিসাবে সভা অলঙ্কৃত করেন৷