শ্রীরামপুরের আনন্দমার্গ স্কুলটি সংঘটনের একটি পুরাতন স্কুল৷ গত ৯ই ফেব্রুয়ারী অন্য বছরের ন্যায় এ বছরেও এই স্কুলের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হয়৷ প্রায় ৫০০ ছাত্রছাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে৷ অভিভাবক ও অভিভাবিকাগণও ক্রীড়ায় অংশ নেন৷ প্রবীণ আনন্দমার্গী প্রভাত খাঁ সভাপতির আসন গ্রহণ করেন৷ আচার্য সুবিকাশানন্দ অবধূত (ডি.এস হুগলী) ও ডাঃ দিলীপ ঘোষ সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেন৷ অনুষ্ঠানে আরও যাঁরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আছেন স্থানীয় কমিশনার শ্রী গোরাচাঁদ শেঠ, শ্রী পশুপতি ঘোষ, শ্রী অশোক চক্রবর্ত্তী (প্রবীণ মার্গী), ডঃ দিলীপ ঘোষ প্রমুখ৷ কৃতী ছাত্রছাত্রাদের হাতে তাঁরা পুরস্কার তুলে দেন৷ বিদ্যালয়ের শিক্ষকগণ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শম্ভুনাথ গুঁই ও অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে কচি-কাঁচাদের উৎসাহিত করেন৷
সর্বশ্রী প্রভাত খাঁ, গোরাচাঁদ শেঠ, পশুপতি ঘোষ ও আচার্য সুবিকাশানন্দজী আনন্দমার্গের শিক্ষাব্যবস্থার বৈশিষ্টের ওপর আলোকপাত করেন৷ আচার্য সুবিকাশানন্দজী বলেন---আনন্দমার্গে শিশুদের সার্বিক বিকাশের দিকে বিশেষ নজর দেওয়া হয়৷ সভাপতি শ্রীপ্রভাত খাঁ আনন্দমার্গের মহান প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অবদান সম্বন্ধে তাঁদের জানতে, বিশেষ করে প্রভাত সঙ্গীত, তাঁর সৃষ্ট সাহিত্য, আধ্যাত্মিক সাধনা পদ্ধতি প্রভৃতি সম্বন্ধে বিশেষভাবে জ্ঞাত হতে সবাইকে আবেদন জানান৷ পৃথিবীর সার্বিক কল্যাণে আনন্দমার্গ যে সেবামূলক কাজ করে চলেছে তাতে আন্তরিকভাবে সহযোগিতা করতে তিনি সকলকে আহ্বান জানান৷