শ্রীরামপুরে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীরামপুর ঃ গত ৬ই মে সারা দিন ব্যাপী স্থানীয় আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের  ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের আলোচ্য বিষয় ছিল তারকব্রহ্ম, মনের ক্রমবর্ধমান  বিস্তার, প্রাউটের উৎপাদক সমবায় ও উপভোক্তা সমবায়, আর প্রভাত সঙ্গীতের মাধ্যমে বিশ্বজুড়ে নবজাগরণ৷

এই বিষয়গুলির ওপর আলোচনা করেন প্রবীণ আনন্দমার্গী শ্রী প্রভাত খাঁ৷ তিনি আধ্যাত্মিকতা সম্পর্কে আলোচনাকালে বলেন, আধ্যাত্মিক সাধকের  নিকট তারকব্রহ্ম তথা সদগুরুর ভূমিকা সর্র্বধিক৷  তিনি  বলেন সাধনার  দ্বারা নিরন্তর  বৃহতের  ভাাবনার  দ্বারা মনের ক্রমবিস্তার ঘটানো হয়৷ আর মনই মানুষের বন্ধন বা মুক্তির কারণ৷

প্রাউটের  প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আজকের সমাজের  দারিদ্র্য ও বেকার সমস্যা সমাধানের জন্য প্রাউটই একমাত্র পথ৷ প্রাউট-প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার যে অর্থনৈতিক গণতন্ত্রের কথা বলেছেন তার ভিত্তি হ’ল দেশে ব্যাপকভাবে  কৃষিতে  ও শিল্পে উৎপাদক সমবায়  ও উপভোক্তা সমবায় গড়ে তোলা৷ জনসাধারণের অর্থনৈতিক সমস্যার সমাধানের চাবিকাঠি আছে ‘প্রাউট দর্শনে’৷

শ্রী প্রভাত খাঁ, প্রভাত সঙ্গীত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, প্রভাতসঙ্গীতে  বর্তমান সমাজে নবজাগরণের বার্তা নিয়ে এসেছে৷