শ্রীরামপুরে সর্বভারতীয় টেনিস খেলায় বাজিমাত করল এক গাঁয়ের মেয়ে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

sports woman শ্রীরামপুরে আয়োজিত সর্বভারতীয় টেনিস চ্যাম্পিয়ানসিপে বাজিমাত করল এক গাঁয়ের কন্যা মেঘলা মান্না৷ শ্রীরামপুর মহকুমা  টেনিস ক্লাবের আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ২২ ডিসেম্বর৷ এই সর্বভারতীয় প্রতিযোগিতাতে পূর্বাঞ্চলীয় চ্যাম্পিয়নসিপ সিরিজের অনুধর্ব ১৬ বিভাগের ২৮ জন প্রতিযোগীদের মধ্যে চ্যাম্পিয়ন হলো হুগলির দিয়াড়ার এই কন্যা যার নাম মেঘলা মান্না৷ মঙ্গলবার এই প্রতিযোগিতার ফাইনালে মেঘলার মুখোমুখি প্রতিযোগী ছিল কলকাতার  তরুসাই যোশী৷ লাল সুরকির কোর্টে  কলকাতার অর্ডিন্যান্স ক্লাবের তরসাইকে ফাইনালের দিন প্রায় দাঁড়ানোর কোন সুযোগ মেঘলা দেয়নি৷ দুটো সেটে একটা গেম হারায় সে৷ খেলার ফলাফল দাঁড়ায়ে ৬-১,৬-০৷ ‘বেঙ্গল টেনিস অ্যাসোশিয়েসনের সিইও মেঘলার খুবই প্রশংসা করেছিলেন৷ এই সাফল্যে তাঁর পরিবার তাঁকে নিয়ে গর্বিত৷ মেঘলার বাবা একজন পশুচিকিৎসক ও মা একজন শিক্ষিকা ৷ মেয়েটি একটু  মুখচোরা হলেও টেনিস কোর্টে দাপিয়ে বেড়ায়৷ আর এই গুণই তাঁকে  চ্যাম্পিয়ান হতে সাহায্য করেছিল৷