শ্রীসন্থ কি অন্য দেশের হয়ে খেলবেন?

সংবাদদাতা
পি এন এ.
সময়

প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার শ্রীসন্থকে বিবিসিআই নির্বাসিত করেছিল৷ সম্প্রতি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিসিসিআইকে নির্দেশ দিয়েছে শ্রীসন্থের নির্বাসন তুলে দিতে৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিসিসিআই ডিভিশন বেঞ্চে আপীল করে৷ কেরালার হাইকোর্টে সেই নির্বাসন আবার বহাল রাখার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে শ্রীসন্থের জাতীয় বা রাজ্য দলে খেলার ব্যাপারে প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে৷

এদিকে ঘণিষ্ট মহলে প্রাক্তন ভারতীয় দলের পেসার বলেছেন যে তিনি বিদেশে পাড়ি দিতে পারেন৷ তবে কেরালা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন৷ সম্প্রতি এশিয়ানেট চ্যানেলে এক সাক্ষ্যাৎকারে শ্রীসন্থ বলেছেন যে তিনি অন্য দেশের হয়ে ক্রিকেট খেলতেও পারেন---এতে কোন বাধাও নেই৷ তবে এখন নিজের অধিকারের জন্য লড়াই করার কথাই ভাবছেন ৩৪ বছর বয়সী শ্রীসন্থ৷