শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ৯৯তম আবির্ভাব তিথি নিউ ব্যারাকপুর  ইউনিটে  পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ৯৯তম আবির্ভাব  তিথি নিউ ব্যারাকপুর  ইউনিটে জাঁক-জমক সহকারে পালন করা হয়৷ বাবার জন্মক্ষণ সকাল ৬-০৭ মিনিটে শঙ্খ ধবনি, উলুধবনি, শ্লোগান দেওয়া হয়৷ পরে প্রভাত সঙ্গীত, কীর্তন, সাধনার শেষে  ২০১৯-এর বাণীপাঠ  ব্যাখ্যা  করেন  সন্তোষ কুমার  বিশ্বাস  ও মোহন  অধিকারী৷ এরপর  আবার  সকাল ১০ টা থেকে  দুপুর ১টা  পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন  হয়৷  কীর্ত্তনের পর বারাসাত জেলা হাসপাতালে আনন্দমার্গের পক্ষ থেকে  ফল বিতরণ করা হয়৷ হাসপাতালের পক্ষ থেকে তার প্রাপ্তি স্বীকার করা হয়৷ এসবের মধ্যে নারায়ণ সেবাও করা হয়৷ সমগ্র অনুষ্ঠানকে  সাফল্যমন্ডিত  করার জন্যে বরিষ্ঠ আনন্দমার্গী দিদি শ্রীমতী মীরা বৈদ্য বিশেষভাবে সহযোগিতা করেন৷