শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ১০১তম জন্মতিথি উপলক্ষ্যে আনন্দনগরে শুরু হলো ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ দর্শনের প্রবক্তা ও আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ১০১তম জন্মতিথি উপলক্ষ্যে আনন্দনগরে আজ ২৭শে মে  থেকে শুরু হলো ধর্মমহাসম্মেলন সংঘের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত জানান---বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তের সমাগম হচ্ছে আনন্দনগর ধর্মমহাসম্মেলনে যোগদানের উদ্দেশ্যে৷ তিনি জানান এই সময় রেললাইনের আধুনিকীকরণের জন্য ট্রেন বাতিল হওয়ায় অনেক ভক্তমার্গীর পক্ষে ধর্মমহাসম্মেলনে যোগদান সম্ভব হচ্ছে না৷ অনেকেরই আগাম টিকিট কেটেও তা বাতিল করতে বাধ্য হয়েছেন৷

আচার্য বীতমোহানন্দ অবধূত বলেন---প্রত্যহ দুইবেলা আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করছেন মার্গগুরুর প্রতিনিধিরূপে আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, এছাড়া প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে৷ ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে প্রত্যহ স্থানীয় বহু সাধারণ মানুষ সমবেত হচ্ছেন৷ মূল অনুষ্ঠান প্রাঙ্গণের বাইরে মেলার রূপ নিয়েছে৷ বহু মানুষ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন৷

আচার্য বীতমোহানন্দ অবধূত জানান---এই সম্মেলন থেকে মার্গের  আদর্শের প্রচার ও প্রসারে আগামী ছয় মাসের কর্মসূচী ঘোষণা হবে৷