শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী অবদানের ওপর আনন্দনগরে বিশেষ সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে নভেম্বর  রেণেশাঁ ইয়ূনিবার্র্সলের  উদ্যোগে আনন্দনগরের  রোটাণ্ডাতে মহান দার্শনিক ধর্মগুরু  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত আনন্দমার্গের সর্বাত্মক দর্শনের  ওপর এক মনোজ্ঞ আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দমার্গের কেন্দ্রীয় প্রকাশন সচিব আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত৷ বক্তাদের মধ্যে ছিলেন মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের (কলকাতা) অধ্যাপক শ্রী চণ্ডীচরণ মুড়া৷ তাঁর বক্তব্য বিষয় ছিল ‘রাঢ়ের  ক্ষেত্রে শ্রী প্রভাতরঞ্জন সরকারের অবদান’৷

Gathering

সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের (পুরুলিয়া) অধ্যাপক শ্রী লক্ষীরাম গোপ বক্তব্য রাখেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নব্যমানবতাবাদী শিক্ষার ওপর৷ স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজের (উত্তরপাড়া, হুগলি) অধ্যাপক শ্রী শুভমানস ঘোষ বক্তব্য রাখেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সাহিত্যতত্ত্বের ওপর৷ সিন্ধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের অপর এক অধ্যাপক (অর্থনীতিবিভাগ) শ্রী সুভাশিস ভট্টাচার্য ‘প্রাউটের অর্থনীতি’র ওপর বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণে আনন্দমার্গের সর্বতোমুখী সেবাযজ্ঞের ওপর আলোকপাত করেন আচার্য নারায়ণানন্দ অবধূত৷Opening song

অধ্যাপক চন্ডীচরণ মুড়া বলেন, মহান দার্শনিক ঋষি শ্রী প্রভাতরঞ্জন সরকার তাঁর ‘সভ্যতার আদি বিন্দু রাঢ় পুস্তকে যুক্তি ও তথ্য সহকারে  দেখিয়েছেন, মানব সভ্যতার সূচনা এই রাঢ়ের লাল মাটিতে৷ এখান থেকে সভ্যতার আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ আর রাঢ়ের মানুষরাই আজকের বাঙালী সভ্যতার  জনক৷ সেই রাঢ় আজ চরমভাবে অবহেলিত, নিঃস্ব ও হৃতসর্বস্ব্ব৷ সেই রাঢ়কে উন্নত করার উদ্দেশ্যে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী রাঢ়ের বুকে গড়ে তুলেছেন আনন্দনগর যা বিশ্বসংস্কৃতির আলোকবর্ত্তিকা৷

শ্রী লক্ষীরাম গোপ আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষাব্যবস্থার ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই শিক্ষাব্যবস্থাই যথার্থ মানুষ গড়ার শিক্ষা৷

ডঃ শুভমানস ঘোষ সাহিত্যের ক্ষেত্রে শ্রীপ্রভাত রঞ্জন  সরকারের  অবদানের  ওপর বক্তব্য রেখে তিনি প্রভাত সাহিত্য ও প্রভাত সঙ্গীতের উৎকর্ষের  ওপর আলোকপাত করেন৷

 ডঃ শুভাশিষ  ভট্টাচার্য ‘প্রাউট সম্পর্কে  বক্তব্য রাখেন৷  তিনি বলেন আজকের সমাজের যে মুখ্য  অর্থনৈতিক সমস্যা--- দারিদ্র ও বেকার সমস্যা ও সমাজে সম্পদের  চরম অসম বন্টনের সমস্যা---  এর একমাত্র সমাধান রয়েছে  প্রাউটের  অর্থনৈতিক গণতন্ত্রের মধ্যে৷ তিনি আদর্শ সমাজ গড়তে  সবাইকে প্রাউট সম্পর্কে অবহিত হতে আহ্বান জানান৷

সভাপতির ভাষণে আচার্য মন্ত্রেশ্বরানন্দ অবধূত বলেন, আজ সমাজের সর্বক্ষেত্রে দেখা দিয়েছে নিদারুণ অবক্ষয়৷ কি ধর্ম, কি শিক্ষাব্যবস্থা, কি সাহিত্য-সংস্কৃতি, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি সবকিছুই আজ বিপর্যস্ত৷ সর্বক্ষেত্রে সমস্যার পাহাড়৷ এই পরিস্থিতিতে সমাজের এই সমস্ত সমস্যারই সুষ্ঠু সমাধানের  পথ দেখিয়েছেন শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী৷