শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই জানুয়ারী,২০২০ মঙ্গলবার আনন্দমার্গ প্রচারক সংঘের নিউ ব্যারাকপুর শাখায়  পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস (১৯৭৯ সালের১৪ই জানুয়ারী পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কৃপা করে নিউ ব্যারাকপুরে এসেছিলেন)৷ এই শুভ  পদার্পণ দিবস উপলক্ষ্যে উক্ত দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম্’ অখণ্ড সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ভক্তবৃন্দের মিলিত কীর্ত্তনের ধবনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ নিউব্যারাকপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ভক্তবৃন্দের উপস্থিতিতে একটি মনোরম পরিবেশ তৈরী হয়৷ উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, আচার্য বাসুদেবানন্দ অবধূত, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, আচার্য সেবাব্রতানন্দ অবধূত, মিতা দাস প্রমূখ৷ সেদিনের স্মৃতি স্মরণ করে মূল্যবান বক্তব্য রাখেন শ্রী সন্তোষ বিশ্বাস, শ্রী মোহন অধিকারী ছাড়াও আরো অনেকে৷ অনুষ্ঠানশেষে সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷ অনুষ্ঠানে শতাধিক দাদা-দিদি, মার্গী ভাই-বোন উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷