শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উপলক্ষ্যে পাঁশকুড়ায় আনন্দমার্গের প্রচার অভিযান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বর্তমান সামাজিক অর্থনৈতিক দুরাবস্থা ও মারণ বাইরাসের সংক্রমণ থেকে সমাজকে ও মানবজাতিকে উদ্ধার করা ও মানব জীবনের পরমলক্ষ্যের পাণে এগিয়ে চলার সুনির্দিষ্ট  ও সুস্পষ্ট পথ নির্দেশনা আছে আনন্দমার্গের আদর্শ ও জীবন ধারায়৷ ২০২১ সালে বৈশাখী পূর্ণিমা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী শতবর্ষে পদার্পণ করবেন৷ সেই উপলক্ষ্যে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে মানব সমাজের সার্বিক কল্যাণের দিকে লক্ষ্যরেখে মার্গের আদর্শ ও জীবন ধারার ব্যাপক প্রচার ও প্রসারের কর্মসূচী নেওয়া হয়েছে৷ গত ১১ই এপ্রিল পূর্বমেদিনীপুর জেলার পাঁশকুড়ায় আনন্দমার্গের  নারী কল্যাণ দপ্তরের পরিচালিত আনন্দমার্গের প্রাইমারী সুকলের পক্ষ থেকে শোভাযাত্রা, কীর্ত্তন পরিক্রমা ও প্রচার সভার কর্মসূচী নেওয়া হয়েছিল৷

 সকাল ৮টার সময় সুকলের শিক্ষিকা ও স্থানীয় মার্গীভাই বোনেদের উদ্যোগে ট্যাবলো সহ সুসজ্জিত শোভাযাত্রা স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে ‘‘বাবা নাম কেবলম্‌’’ মহানাম্‌ মন্ত্র কীর্ত্তন সহ বিভিন্ন পথপরিক্রমা করে পাঁশকুড়া রেলষ্টেশনের কাছে রেলওয়ে চিল্ড্রেন পার্কে সমবেত হয়৷ সেখানে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য,গীত নানা সাংস্কৃতিক অভিব্যক্তি পরিবেশন করেন---স্থানীয় শিল্পীবৃন্দ৷ আনন্দমার্গ আদর্শ ও দর্শনের আধ্যাত্মিক সামাজিক, সাংসৃকতিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর বক্তব্য রাখেন---আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দদ্যুতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ-বিশাখা আচার্যা, পাঁশকুড়া ষ্টেশনের আধিকারিক প্রমুখ৷ সমগ্র  অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা ও আয়োজন করেছিলেন সুকলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ উৎপলা আচার্যা৷ তাঁকে সহযোগিতা করেন স্থানীয় মার্গী ভাই-বোনেরা৷