চন্দ্রাকোণা, মেদিনীপুর ঃ গত ৩রা,৪ঠা ও ৫ই এপ্রিল মেদিনীপুর ডায়োসিসের চন্দ্রকোনায় তিনদিনব্যাপী পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শতবর্সপূর্ত্তি পুণ্য জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয়৷ ৩রা এপ্রিল চন্দ্রকোনাস্থিত আনন্দমার্গ স্কুলে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্তিত দর্শন, যোগসাধনা, শিক্ষা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ ৪-৫ এপ্রিল বরোজাম গ্রামে ২৪ ঘন্টা ব্যাপী অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর সমবেত ধ্যান, গুরুপূজা ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ তারপর দর্শন,ভক্তিতত্ত্ব ও কীর্ত্তন মহিমা নিয়ে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সদাব্রত অনুষ্ঠানে দরিদ্র ‘মানুষদের মধ্য নববস্ত্র বিতরণ করা হয়৷ সবশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত,নৃত্য, আবৃত্তি ও শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত গল্প পাঠ করা হয়৷ যারা যারা অংশগ্রহণ করেন তারা হলেন জয়শ্রী নায়েক, সুনীতা নায়েক, চিরস্মিতা নায়েক শিউলী প্রতিহার ও শ্রী তরুণ খান মহাশয়৷ যাদের অক্লান্ত পরিশ্রমে তিনদিন ব্যাপী শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ পূর্ত্তি অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়েছিল তাঁরা হলেন সর্বশ্রী কল্যাণময় ঘোষ, গজেন্দ্রনাথ নায়েক, অশ্বিনী মণ্ডল, শ্রীবাস, তরুণ খান ও জ্ঞানেন্দ্র জানা৷ এই শুভ অনুষ্ঠানে বেশ কিছু সৎ মানুষ আনন্দমার্গের সাধনাও শেখেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতি শিউলী প্রতিহার৷
কাকগেছিয়া মেদিনীপুর ঃ গত ১৪-১৫ই এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার কাকগেছিয়ায় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শতবর্ষপূর্ত্তি জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্যাপিত হয়৷ স্থানীয় আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের উদ্যোগে সুপার ষ্টার ক্লাবের---সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে ১৪ই এপ্রিল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ আলোচনা সভায় পৌরহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন, ইন্দিরাগান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি, ডাইরেক্টর ডঃ বিশ্বজিৎ ভৌমিক ও আনন্দমার্গের বিশিষ্ট তাত্ত্বিক আচার্য অশোক দেব মহাশয়৷ বক্তাগণ পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অধ্যাত্ম দর্শন ও সামাজিক দর্শন ‘প্রাউট’ নিয়ে বক্তব্য রাখেন৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন কৃতবিদ্যা জানা ও শ্রীমতি অলকা বর্মন৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করেন রাওয়া-র শিল্পীবৃন্দ৷ দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত নীল সায়রের অতলতলে নাটকটি পরিবেশন করেন গ্রামবাসীবৃন্দ৷ অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আলোচনা সভার বক্তব্য সহ সঙ্গীত, নৃত্য নাটক পরিবেশনায় বিশেষভাবে মুগ্দ হন৷ গত ১৫ই এপ্রিল নববর্ষে প্রভাতসঙ্গীত, কীর্ত্তন শোভাযাত্রা, অখণ্ড কীর্ত্তন, সমবেত ধ্যান, গুরুপূজা, স্বাধ্যায় পাঠ, ও ধর্মালোচনার পর প্রসাদ বিতরণ করা হয়৷ দু’দিন ব্যাপী এই শুভ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী কৃপাধন্য শ্রী নবীন জানা ও শ্রীমতি বৈদবতী জানা চৌধুরী৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ভাবাদর্শে উদ্বুদ্ধ মানুষদের মধ্যে বেশ কয়েকজন আনন্দমার্গের দীক্ষা গ্রহণ করেন৷
তুইসিন্দ্রা, ত্রিপুরা, আগরতলা ঃ গত ১৯ ও ২০শে এপ্রিল আনন্দমার্গ প্রচারক সংঘ তুইসিন্দ্রাই শাখার উদ্যোগে হাওয়াই বাড়ীর বিশিষ্ঠ আনন্দমার্গী প্রয়াত নেপাল দেবনাথের বাসভবনে দুদিনব্যাপী শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর শতবর্ষপূর্ত্তি পুন্য জন্ম জয়ন্তী অনুষ্ঠান ভক্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়৷ ১৯শে এপ্রিল বিকেল বেলায় ভক্তিমূলক প্রভাত সঙ্গীত, ভাগবত আলোচনা, ধ্যান গুরুপূজা অনুষ্ঠিত হয়৷ ভাগবত আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও ভক্তিমূলক প্রভাতসঙ্গীত পরিবেশন করেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ ২০শে এপ্রিল সকাল ৬ টা হতে বিকাল ৬টা পর্যন্ত অখণ্ড ৰাৰা নাম কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর সমবেত ধ্যান ও গুরুপূজার পর স্বাধ্যায় পাঠ করেন শ্রী নিত্যানন্দ দেবনাথ৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত দর্শন আদর্শ ও ভক্তিতত্ত্ব নিয়ে আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনেক পুরুষ ও মহিলা দীক্ষা গ্রহণ করেন৷ সবশেষে প্রসাদ বিতরন করা হয়৷ দুদিন ব্যাপী এই শুভ অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন শ্রী মনোরঞ্জন গোপ মহাশয়৷