আমরা বাঙালী অসম রাজ্যকমিটির সচিব শ্রীসাধন পুরকায়স্থ এক প্রেস বার্র্তয় বলেন উঃ পূর্বাঞ্চলের রাজ্যগুলির সরকারের নরম মনোভাবের জন্য বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা তুলে দাঁড়াচ্ছে৷ যার মূল্য দিতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে৷ জীবন ও জীবিকা ছেড়ে মানুষ দিশেহারা হয়ে ফিরছে৷ শ্রী পুরকায়স্থ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন অবিলম্বে এইসব বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে৷ নতুবা উঃপূর্বাঞ্চলের এই অশান্তির বাতাবরণ ভারতের অখণ্ডতার ক্ষেত্রে অশনি সংকেত৷ তিনি বলেন,স্বাধীনতার ৭৬ বছর পরেও অসম, মনিপুর, মিজোরাম, মেঘালয়ে বাঙালী ও অন্যান্য অ-উপজাতিরা নিরাপত্তাহীনতায় ভুগছে৷ স্বাধীনভাবে বাঁচার কোন সুযোগ ও অধিকার তাদের নেই৷ মিজোরামে ইয়ংমিজো এ্যাসো সিয়েশনের পক্ষ থেকে অমিজো ব্যবসায়ীদের ওপর হামলা চলছে৷ মিজোরামে বাঙালীসহ অমিজোদের ওপর অত্যাচার দীর্ঘদিনের কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয় না৷ একই অবস্থা মনিপুর, মেঘালয়, নাগাল্যাণ্ডেও৷ এইসব রাজ্যে অসহায় মানুষ বরাকভ্যালিতে এসে আশ্রয় নিচ্ছে৷ এই রাজ্যগুলিতে কিছু সংঘটন প্যারালাল সরকার চালাচ্ছে৷ তারা ভারতীয় অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানায়৷ সাধনবাবু সন্দেহ প্রকাশ করেন এর পেছনে বৈদেশিক শক্তির মদত থাকতে পারে৷
সাধনবাবু দাবী করেন অবিলম্বে ইয়ং মিজো এ্যসোসিয়েশনসহ উঃপূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নিষিদ্ধ করা হোক ও তাদের জাতি বিদ্বেষী ও সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে ধিক্কার জানানো হোক৷ প্রয়োজনে এদের বিরুদ্ধে দেশদ্রোহীতার আইনের অধীনে মামলা চালানো হোক৷