গত ২৬শে জানুয়ারী কৃষি কালাকানুনের বিরুদ্ধে রাজধানীর বুকে কর্ষকদের ট্রাক্টর মিছিলে অশান্ত হয়ে ওঠে রাজধানী শহর৷ পুলিশের প্রতিরোধ ব্যর্থ করে লালকেল্লায় পৌঁছে যায় কিছু কর্ষক৷ সেখানে তাণ্ডবও চালায় তারা৷ তবে কর্ষক নেতাদের অভিযোগ শান্তিপূর্ণ কর্ষক মিছিলে অশান্তির আগুন জ্বালানোর পেছনে কেন্দ্রীয় সরকারেরই ষড়যন্ত্র আছে৷ লালকেল্লায় অশান্তির পেছনে অভিযুক্ত দ্বীপ সিধু বিজেপি সাংসদ সানি দেওলের খুবই ঘনিষ্ট বলে জানা গেছে৷ অশান্তি ছড়ানোর পেছনে যাদের মুখ্য ভূমিকা ছিল সেই কিষান মজদুর সংঘর্ষ কমিটিকেও অন্তরালে থেকে বিজেপি নেতারা নিয়ন্ত্রণ করে৷ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত দিল্লী পুলিশ ও সরকারের সঙ্গে আপোষপন্থী কর্ষক নেতার ষড়যন্ত্রে ২৬শে জানুয়ারী দিল্লী অশান্ত হয়ে ওঠে বলে কর্ষক নেতাদের অভিযোগ৷ কর্ষক আইন নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবী জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷