সরকারী বেসরকারী চাকরির পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবীতে ‘আমরা বাঙালী’র প্রচার অভিযান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙলার সরকারী বেসরকারী চাকরির পরীক্ষা বাংলা ভাষায় নেওয়ার দাবীতে ২০২৪ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় প্রচার অভিযান চালায় ‘আমরা বাঙালী’ সংঘটন৷ সংঘটনের পক্ষে কেন্দ্রীয় যুব সচিব তপোময় বিশ্বাস জানান, বাঙলার সরকারী বা বেসরকারী চাকরীর নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক না হওয়ার দরুন অতি সহজেই বহিরাগতরা বাঙলায় এসে বাঙালী যুবক-যুবতীদের বঞ্চিত করে চাকরিতে নিয়োগ হচ্ছে অথচ বাঙলার বাইরে কোন রাজ্যে এই নিয়ম নেই, সেখানে আগে নিজ রাজ্যের অধিবাসীদের জন্য চাকরির ব্যবস্থা, আঞ্চলিক ভাষার পরীক্ষা বাধ্যতামূলক! তাই বেকার বাঙালী যুবসমাজের স্বার্থে বাঙলার সরকারী বেসরকারী সমস্ত রকম চাকরীর নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক ও ১০০ শতাংশ বাঙালী নিয়োগের দাবীতে বাঙালীদের সচেতন হয়ে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষে প্রচার অভিযানে চালাই৷