লাগামছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদের দাবীকে কটাক্ষ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন-মূল্যবৃদ্ধির দুর্ভোগ ও চাপ বাস্তবে নেই৷ সব বিরোধীদের মনগড়া অভিযোগ৷ সংসদে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেছেন---সাধারণ মানুষ পাইকারী মুল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ণ নয়, সাধারণ মানুষের চিন্তা খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে৷ মোদি সরকার খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি কঠোর নিয়ন্ত্রণে রেখেছে৷ ১৪ই মার্চ সংসদে সরকারী পরিসংখ্যান বিভাগের প্রকাশিত প্রতিবেদন অর্থমন্ত্রীর ওই দাবীকে অসার প্রমাণ করে মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের আশঙ্কাকেই মান্যতা দিয়েছে৷ সংসদে দেওয়া অর্থমন্ত্রীর বিবৃতি নস্যাৎ করে পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারী মাসে পাইকারী মুদ্রাস্ফীতির হার ১৩.১১ শতাংশ,আর অর্থমন্ত্রীর দাবীকে ভুল প্রমাণ করে খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের বিপদ সীমা পার করে ৬.০৭ শতাংশ৷ যা গত আট মাসে সর্বাধিক৷