সরষের মধ্যেই ভূত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দেশে দুর্নীতি দমনে তৈরী হয় জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এবার সেই সিবিআই-এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল৷ অভিযোগ ভারতীয় সেনায় পাকিস্তানী নাগরিকদের নিয়োগ করতে একটি বড়সড় চক্র কাজ করছে৷ এই চক্র নাগরিকত্ব ও অন্যান্য প্রয়োজনীয় নথি জাল করে পাকিস্থানী নাগরিকদের ভারতীয় সেনায় নিয়োগের ব্যবস্থা করে দেয়৷ এই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে বিচারপতি রাজশেখর মান্থা সিবিআই তদন্তের নির্দেশ দেয়৷ এই মামলাতেই সিবিআইয়ের বিরুদ্ধে ঘুষ নিয়ে মামলা লঘু করার অভিযোগ উঠছে৷ অভিযোগকারী বিষ্ণু চৌধুরী অভিযোগ করেন---সিবিআইয়ের ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ইমরান অভিযুক্ত মহেশ চৌধুরীর কাছ থেকে ৩লক্ষ টাকা ঘুষ নেয় মামলা লঘু করার জন্য৷