ভারতে উচ্চ গতির ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ভারতী এয়ারটেল এবং জিয়ো৷ এটি চালু হলে ১০ থেকে ১৪ গুণ বাড়বে ইন্টারনেটের খরচ, অনুমান বিশ্লেষকেরা৷
ইন্টারনেট পরিষেবায় বিপ্লবের সন্দিক্ষণে দাঁড়িয়ে ভারত৷ এ দেশের বাজারে পা রাখাতে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্য ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিঙ্ক৷ ইতিমধ্যেই ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী দু’টি সংস্থার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে তাঁর এই কোম্পানি৷ ভারতীয় সংস্থা দু’টি হল ভারতী এয়ারটেল এবং জিয়ো৷
মাস্কের সংস্থা এ দেশে পরিষেবা প্রদানের অনুমতি পেলে ভারতে ইন্টারনেটের গতি যে কয়েকগুণ বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ তবে স্টারলিঙ্ক সেই সুযোগ পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ কারণ, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রের টেলিকম মন্ত্রক৷ পাশাপাশি, আরও একটি প্রশ্ণ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে৷ সেটা হল, মাস্কের সংস্থা পরিষেবা দেওয়া শুরু করলে কতটা বাড়বে ইন্টারনেটের খরচ?
স্টারলিঙ্ক এখনও এ ব্যাপারে কোনও ঘোষণা করেনি৷ প্রতিবেশী দেশ ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিচ্ছে মাস্কের সংস্থা৷ সেখানকার মডেল থেকে খরচ সংক্রান্ত একটি আন্দাজ পাওয়া যেতে পারে৷ হিমালয়ের কোলের দেশটিতে স্টারলিঙ্কের মূলত দু’টি প্রকল্প চালু রয়েছে৷ সেগুলি হল, আবাসিক লাইট প্ল্যান এবং স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনা৷
এর মধ্যে প্রথম মডেলটি পছন্দ করলে গ্রাহকের প্রতি মাসে ইন্টারনেট বাবদ খরচ দাঁড়াচ্ছে তিন হাজার টাকা৷ এ ক্ষেত্রে ২৩ থেকে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট পাচ্ছেন তাঁরা৷ দৈনিক ব্রাউজিং, সমাজ মাধ্যম ব্যবহার এবং ভিডিয়ো স্ট্রিমিঙের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যানটি বেশ লাভজনক হবে বলে প্রচারে জানিয়েছে স্টারলিঙ্ক৷
অন্যদিকে স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনার খরচ কিছুটা বেশি৷ একে গ্রাহকে মাসে দিতে হচ্ছে ৪,২০০ টাকা৷ বিনিময়ে ২৫ থেকে ১১০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে স্টারলিঙ্ক৷ এই প্ল্যানে সীমাহীন ডেটা ব্যবহার করতে পারছেন গ্রাহক৷ নিরবিচ্ছিন্নভাবে চলবে গেমিং, এইচডি ভিডিয়ো স্ট্রিমিং এবং ভিডিয়ো কনফারেন্স৷
ভারতে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে স্টারলিঙ্ক একই ধরনের দু’টি প্রকল্প চালু রাখবে, এ কথা জোর দিয়ে বলা সম্ভব নয়৷ কারণ ভুটানের চেয়ে এ দেশে অনেক বেশি গ্রাহক পাবেন মাস্কের সংস্থা৷ আবার অন্যান্য স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে তাদের৷ উপরন্তু, বিদেশি ডিজিটাল পরিষেবার উপর ৩০ শতাংশ কর নিয়ে থাকে কেন্দ্র৷ সবমিলিয়ে স্টারলিঙ্কের আবাসিক ইন্টারনেট প্ল্যানের জন্য প্রতি মাসে ৩,৫০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে, মত বিশেষজ্ঞদের৷