৪ই অগাষ্ট থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচে দেখতে পাওয়া যাবে না বেন স্টোকস্কে৷ শুক্রবারই জানানো হয়েছে তাঁর ভাঙা আঙুলে অস্ত্রোপচার করা হবে৷ ফলে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকবেন তিনি৷ তাই ৪ই অগাষ্ট থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হওয়া প্রথম টেস্টে তাঁকে দেখতে না পাওয়ার সম্ভাবনা প্রবল৷
জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজও ২৪ জুলাই থেকে শুরু হতে পারে কিন্তু ‘দ্য হানড্রেড’ লিগেও তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন৷ ইসিবি চায়, ঘরোয়া ক্রিকেটে ডারহাম বা দ্য হানড্রেডে খেলে নিজেকে ফিট প্রমাণ করে জাতীয় দলে আসুন স্টোকস৷
জৈব সুরক্ষার একঘেয়েমি কাটাতে ক্রিকেটারদের অদল-বদল করা নিয়ে ইসিবি-র সিদ্ধান্তের অনেকেই তারিফ করেছেন৷ কিন্তু অ্যাশেজ-সহ ভরা আন্তর্র্জতিক ক্রিকেটের বছরে ক্রিকেটারদের এভাবে খেলতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট অনেকেই৷ স্টোকস্ ছাড়াও জফ্রা আর্চার এই মূহূর্তে চোটগ্রস্ত৷