গত ১৯শে জুলাই,২৩ ‘ওয়েষ্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল গেমস এণ্ড স্পোর্টস আয়োজিত অনুধর্ব ১৭ বছর ছেলেদের ৬২তম ইন্টার স্কুল সুব্রত মুখার্জী কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩, ঝালদা মহকুমা স্তর ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি স্কুল টীম অংশগ্রহণ করে৷ একদিনেই তিনটি খেলা খেলতে হয়৷ প্রতিযোগিতা ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গ হাইস্কুল এই প্রথম সুব্রত মুখার্জী কাপে অংশগ্রহণ করে৷ এখানে উল্লেখনীয় যে অধিকাংশ প্লেয়ারই ‘স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে৷
কোয়ার্টার ফাইনালে আনন্দমার্গ হাইস্কুল, আনন্দনগর বনাম বামনিয়া হাইস্কুল প্রতিযোগিতায়৩-০ গোলে আনন্দমার্গ হাইস্কুল জয়ী হয়৷ কোয়ার্টার ফাইনালে গোল করে কৃষ্ণা বেসরা ২টি, কমলেশ মাহাত ১টি৷ সেমিফাইনাল খেলায় ঝালদা হাইস্কুল বনাম আনন্দমার্গ হাইস্কুল প্রতিযোগিতায় আনন্দমার্গ হাইস্কুল ৩-০ গোলে জয়ী হয়৷সেমি ফাইনালে গোল করে শিবলাল মাণ্ডি ২টি, সুভাষ সরেন ১টি৷ ফাইনাল খেলায় আনন্দমার্গ হাইস্কুল বনাম বাঘমুণ্ডি হাইস্কুল প্রতিযোগিতায় আনন্দমার্গ হাইস্কুল ৩-০ গোলে জয়ী হয়৷ ঝালদা মহকুমায় সুব্রত মুখার্জী কাপে আনন্দমার্গ হাইস্কুল চ্যাম্পিয়ান৷ ফাইনাল খেলায় গোল করে শিবলাল মাণ্ডি ১টি, স্নেহাশিষ হেম্ব্রম ১টি, বিন্দেশর সরেন ১টি৷