সংবাদদাতা
পি.এন.এ.
সময়
রাজ্য সরকারের বনদপ্তরের অধিনে রাজ্যে পরিযায়ী পাখি সুমারি চলছে৷ এই পক্ষি সুমারি এবারই প্রথম হচ্ছে রাজ্য জুড়ে৷ বন দপ্তর ছাড়াও কয়েকটি স্বেচ্ছাসেবক সংস্থা ও পক্ষী বিশারদ এই কাজে নেমেছে৷ ইতিমধ্যে উত্তরবঙ্গে পক্ষী সুমারির কাজ শেষ হয়েছে৷
এবার বিলুপ্ত প্রায় একটি পাখির সন্ধান পাওয়া গেছে সুন্দরবনে জম্বুদ্বীপে৷ ‘গ্রেটনট’ নামের এই পাখিটি বর্তমানে বিলুপ্ত প্রায় পাখির তালিকায় আছে৷ তাদের সংখ্যা বর্তমানে কমছে৷ এমন সময় সুন্দর বনের জম্বুদ্বীপে তিন হাজারের বেশী এই পাখির সন্ধান পাওয়া গেছে৷ যা পক্ষী বিশারদদের কিছুটা অবাক করেছে৷ তবে তারা খুশীও হয়েছেন জম্বুদ্বীপে একসঙ্গে এত ‘গ্রেটনট’ দেখে৷ সাধারণত এদের বাসভূমি সাইবেরিয়া থেকে অস্ট্রেলিয়া৷ শীতের সময় পরিযায়ী পাখীরা এখানে আসে৷ তবে সংখ্যায় এত কখনও দেখা যায়নি৷ ‘গ্রেটনট’ বাটান প্রজাতির পাখি৷