সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠলো

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১৩ই ফেব্রুয়ারী দিল্লীতে এক স্মারক বক্তৃতায় গণতন্ত্র রক্ষার মূল স্তম্ভ গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলির সমালোচনা শোণা গেল বিভিন্ন বক্তার কণ্ঠে৷ ‘স্বাধীনতার জন্যে লড়াই একবিংশ শতাব্দীতে সুপ্রিম কোর্ট’ শীর্ষক ওই বক্তৃতায় দিল্লী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি  এ.পি.শাহ সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্ক ও নির্বাচন কমিশনের ভুমিকায় প্রসঙ্গ তুলে বলেন গণতন্ত্রকে ধবংস করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়৷ তিনি আরও বলেন শাসক পক্ষ বিরোধীদের হেনস্থা করতে সিবিআই ও পুলিশকে ব্যবহার করে৷ অসমে এন আর সি  নিয়ে তিনি বলেন অনুপ্রবেশকারী বলে চিহ্ণিত ১৯ লক্ষ্যের অধিকাংশই হিন্দু৷ মাত্র ছয় লক্ষ মুসলিম৷ সুপ্রিম কোর্টের পরিচালনাতেই এন আর সি হয়েছে৷ আদালতই এন আর সি করিয়েছে এখন আর আদালতে গিয়ে  লাভ নেই৷ অসমে ডিটেনশন ক্যাম্প নিয়েও প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রসঙ্গে বলেন ডিটেনশন ক্যাম্পে ৯০০ জন আছে শুনে ক্ষুব্ধ হয়ে গগৈ প্রশ্ণ করেছিলেন মাত্র ৯০০! আদালত থেকে একথা শোণার পর কি বিশ্বাস হয় মৌলিক অধিকার সুরক্ষিত? অযোধার রায়ে সি এ এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কেও তিনি কটাক্ষ করেন৷