শুরু হ’ল ভারতের অষ্ট্রেলিয়া সফর - বাইশ গজের লড়াইয়ে জমে উঠবে ক্রিকেট

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত ২১শে নবেম্বর অষ্ট্রেলিয়ার মাটিতে অষ্ট্রেলিয়া ও ভারতের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের অষ্ট্রেয়া সফরের সূচনা হ’ল৷ বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত পরাজিত হয়৷ ম্যাচের চরিত্র যা ছিল তাতে পুরো ২০ ওভার খেলা হলে ভারত অনায়াসেই অষ্ট্রেয়িার রান টপকে যেত৷  এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন এই সফরে যে ভারত বেশ কঠিন প্রতিপক্ষ তা অষ্ট্রেলিয়া ভালই উপলব্ধি করেছে৷

বাইশ গজের মধ্যে এই দুই দেশের লড়াই বেশ জমে উঠবে৷ দু’টো দলেরই শক্তি প্রায় সমান সমান৷ যেহেতু অষ্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজ সেহেতু অষ্ট্রেলিয়ার কিছুটা সুবিধা হবেই৷ তবে ভারতের তরুণ ব্রিগেড বেশ শক্তিশালী৷ ব্যাটে বলে উত্তেজনাকর পরিস্থিতি দেখবে ক্রিকেট মহল৷ এই দুটো দল যেখানেই মুখোমুখি হয়েছে অধিকাংশ সময়েই উপভোগ্য লড়াই দেখেছে ক্রিকেট রসিকরা৷ আর সেই সৌরভ গাঙ্গুলীর অষ্ট্রেলিয়া সফরের সময় থেকে ভারত বরাবরই অষ্ট্রেলিয়ার কাছে কঠিন প্রতিপক্ষ৷ অষ্ট্রেলিয়ার সেই চির পরিচিত স্লেজিং ভারতের বিরুদ্ধে কোনও কাজে আসবে না৷ ইতিবাচক ক্রিকেট খেলেই ভারতের বিরুদ্ধে সফল হওয়ার চেষ্টা করতে অষ্ট্রেলিয়ানদের৷

অষ্ট্রেলিয়া ক্রিকেট দল মানেই স্লেজিং আর চিন মিউজিকের জন্য তৈরী থাকা৷ বিপক্ষ অধিনায়ককে টার্গেট করাই অজিদের বিশেষত্ব৷ উদ্দেশ্য হল, বিপক্ষের মাথাকেই দুমড়ে দিলে বাকিরা এমনিতেই হাল ছেড়ে দেবে৷ বর্তমান সফরের প্রথম ম্যাচে অষ্ট্রেলিয়ার এই চিন্তাধারাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে৷ বিরাট কোহলি ব্যর্থ হলেও শিখর, দীনেশরা লড়াই করেছে৷ নিয়মের ঘেরাটোপে প্রথম টি-২০ ম্যাচটি অজিদের পকেটে গেল৷

যাইহোক  চার বছর আগে অস্ট্রেলিয়া সফরে ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে কথা-কাটাকাটি চলেছিল বাঁ-হাতি পেসার মিচেল জনসনের ৷ এবার জনসন নেই৷ আছেন মিচেল স্টার্ক৷ স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নাররাও নেই৷ টিম পেনের এই অস্ট্রেলিয়া ব্যাটে-বলে ভারতের বিরুদ্ধে ক্রিকেট মাঠে নামুক এটাই কাম্য৷ অযথা স্লেজিং-বিতর্কের অবতাড়না হলে ক্রিকেটেরই ক্ষতি৷

এদিকে ‘প্রাক্তন’ অষ্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল জনসন সাফ বলেছেন, বিরাট স্লেজিং করবেন না, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়৷ ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, অজিরা স্লেজিং করুক বা না করুক লড়াইয়ের তীব্রতা তাতে কমবে না৷ গ্লেন ম্যাকগ্রা পুরনো দিনের মেজাজে ছেড়েছেন হুঙ্কার, টেস্টসিরিজে ৪-০ জিতবে অস্ট্রেলিয়া৷ কিন্তু খেলা হবে মাঠে৷ ভারতের বিরুদ্ধে অষ্ট্রেলিয়া গত দশ বছরে কয়টি ম্যাচে জয়লাভ করেছে তার পরিসংখ্যান দেখলে এই মহান পেসার এই উক্তি করতেন কী? আসলে দু-দলেরই সিরিজ জেতার রসদ রয়েছে৷ মাঠে যারা ভাল খেলবে তারাই শেষ হাসিটা হাসবে৷ ক্রিকেট রসিকরা অষ্ট্রেলিয়া সফরে ভারতের লড়াইটা দেখতেই এই সফরের দিকে তাকিয়ে থাকবেন৷