গত ২৮শে জানুয়ারী,২০২৫ শুরু হয় কলিকাতা বইমেলা৷ অপরাহ্ণে বইমেলা উদ্বোধনের পরই সন্ধ্যে থেকে স্টলে স্টলে ভিড় জমতে শুরু হয়৷ আনন্দমার্গের স্টলেও বহু মানুষ বই দেখতে ও কিনতে আসে৷ কলিকাতা বইমেলায় আনন্দমার্গের স্টল নম্বর ১৫৪৷
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন বই বৃক্ষ সম৷ বই পড়ুন, বই কিনুন৷ বই গৃহের শোভা বাড়ায়৷ তিনি বলেন গতবার বইমেলায় ২৭ লক্ষ পাঠক এসেছিলেন৷ আমার অনুমান এবার ৫০ লক্ষ বা তারও বেশী পাঠক আসতে পারে৷
কলিকাতা বইমেলায় আনন্দমার্গ প্রকাশনের স্টল নম্বর ১৫৪
আনন্দমার্গ প্রকাশনের নীতি শাস্ত্র, ধর্মশাস্ত্র, দর্শন শাস্ত্র সমাজ শাস্ত্র, স্বাস্থ্য বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, নব্যমানবতাবাদ, শিক্ষা, কৃষি পরিবেশ, নারীর অধিকার, ভাষাবিজ্ঞান সঙ্গীত, শিশু সাহিত্য, সাহিত্য প্রভৃতি বিষয়ে আনন্দমার্গের চিন্তাধারা নতুন ও সম্পূর্ণ স্বতন্ত্র৷ আনন্দমার্গের উদার অসাম্প্রদায়িক ও বাস্তবধর্মী চিন্তাধারার সঙ্গে পরিচিত হতে ও জীবনে প্রতিফলিত করতে আসুন কলিকাতা বইমেলায় আনন্দমার্গ প্রকাশনের স্টলে৷