গত ২০শে জুলাই উঃ২৪পরগণা জেলার শ্যামনগর আনন্দমার্গস্কুলে মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৫৪তম পদার্পণ দিবস পালন করা হয়৷ প্রসঙ্গত উল্লেখ্য ১৯৬৯ সালে ২০শে জুলাই পরমশ্রদ্ধেয় শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ধর্মমহাসম্মেলন উপলক্ষ্যে শ্যামনগরে এসেছিলেন৷ সেখানে ২০-২২শে জুলাই পর্যন্ত ধর্মমহাচক্র অনুষ্ঠিত হয়৷ এই তিনদিন তিনি শ্যামনগরে অবস্থান করেছিলেন৷
সেই উপলক্ষ্যে প্রতিবছর ২০শে জুলাই মার্গগুরুদেবের পদার্পণ দিবস পালন করা হয়৷ ওইদিন জেলার বিভিন্ন স্থান থেকে মার্গী ভাই বোনেরা শ্যামনগর আনন্দমার্গ স্কুলে সমবেত হন৷ সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত অখণ্ড ‘াা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে সাধনা ও স্বাধ্যায়ের পর সকলে মিলিত আহার করেন৷ এরপর দুপুর ২টা থেকে অপরাহ্ণ ৫ ঘটিকা পর্যন্ত স্মৃতিচারণা করা হয়৷ স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন---জেলার ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস,আচার্য নির্মলশিবানন্দ অবধূত, শ্যামনগর আনন্দমার্গী স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ মনীষা আচার্যা ও বিশিষ্ট মার্গী ভাই বোনেরা৷ উপস্থিত সকলে আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি সহযোগে পদার্পন দিবস উদ্যাপন করেন৷ সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন ইয়ূনিট সেক্রেটারী প্রকাশ সাহা ও স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ মনীষা আচার্যা ও স্থানীয় মার্গী ভাই-বোনেরা৷