৩১শে জুলাই’২৪ মানভূম(পুরুলিয়া) জেলা ২০২৪-২৫ বর্ষের প্রথম ডিভিশনের গ্রুপ ‘এ’ লীগের ফাইনাল ফুটবল ম্যাচ পুরুলিয়া টাউন ক্লাব বনামSSAC-আনন্দনগরের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, পুরুলিয়া মানভূম স্পোর্টস এসোসিয়েশন ময়দানে৷SSAC-আনন্দনগর(স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব, আনন্দনগর) ২-১ গোলে পুরুলিয়া টাউন ক্লাবকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়৷SSAC-আনন্দনগর ‘এ’ গ্রুপে চারটি ম্যাচ খেলে মোট ১৯টি গোল করে শীর্ষে রয়েছে৷SSAC-র হয়ে অচিন্ত্য টুডু---১টি, ধনঞ্জয় হাঁসদা---১টি করে গোল করে৷ SSAC-আনন্দনগরকে ফাইনাল সহ আরও তিনটি ম্যাচ খেলতে হবে৷
উল্লেখ্য জেলা গ্রুপ লীগ শুরু হয় ১৬ই জুলাই,২৪৷ মানভূম (পুরুলিয়া) জেলা ২০২৪-২৫ ‘এ’ লীগ ডিভিশনের গ্রুপ লীগ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরুলিয়া মানভূম স্পোর্টস এসোসিয়েশন মাঠে৷ প্রথম ম্যাচেSSAC - আনন্দনগর (স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব, আনন্দনগর) বনাম সালগামুডু ফুটবল ক্লাবের মধ্যে প্রতিযোগিতা ম্যাচ অনুষ্ঠিত হয়৷ গ্রুপে লীগে প্রথমSSAC আনন্দনগর ৬-২ গোলে গ্রুপ জয়ী হয়৷SSAC প্রথমার্ধেই ৪টি গোল করে৷SSAC-র হয়ে অচিন্ত্য টুডু---৩টি, বিশ্বজিৎ বাউরী---১টি, বাবলু হাঁসদা---২টি গোল করে৷
১৯শে জুলাই দ্বিতীয় ম্যাচে বঙ্গীয় সংস্কৃতি গোষ্ঠীকে ৫-০ গোলে হারিয়ে জয়ী হয়SSAC- আনন্দনগর৷ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ২২শে জুলাই৷ সেই ম্যাচেSSAC - আনন্দনগর এ্যাবোর্ট স্পোর্টস ক্লাবকে ৬-০ গোলে পরাজিত করে৷ গ্রুপের শেষ ম্যাচে পুরুলিয়া টাউন ক্লাবকে ২-১ গোলে পরাজিত করেSSAC - আনন্দনগর গ্রুপ চ্যাম্পিয়ন হয়৷