সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২৯শে সেপ্ঢেম্বর’২৪ আনন্দনগর গার্লস ভলাণ্টিয়ার্সের উদ্যোগে আনন্দমার্গ গার্ল চিল্ড্রেন্স হোমের মেয়েদের নিয়ে তালিবীথি তৈরীর লক্ষ্যে রানী লক্ষীবাই সরণির দুইপাশে দুইশতাধিক তালবীজ রোপণ করা হয় অর্থাৎ চন্দ্রমুখী মোড় (রানী লক্ষীবাই সরণি ও দিব্যানন্দ প্রলম্ব সরণির সংযোগস্থল---কোটশিলা যাওয়ার রাস্তা) থেকে উমা নিবাস আনন্দমার্গ গার্ল হাইস্কুলের দিকে যে রাস্তা গেছে তার নাম রানী লক্ষীবাই সরণি৷