কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে ধসে গেছে হিমাচল প্রদেশের বহু অঞ্চল৷ এই প্রাকৃতিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বহু মানুষ৷ ভেঙে পড়েছে বহু বাড়ি, রাস্তা৷ এ বছরের হিমাচলে বর্ষা প্রবেশের পর থেকেই বিপর্যস্ত হয়েছে জনজীবন৷ বিশেষজ্ঞরা এই অতিরিক্ত বৃষ্টি কারণ হিসেবে দায়ী করেছেন নিম্নচাপ অঞ্চলের অবস্থানকে৷
গত কয়েকদিনের বৃষ্টি ও ধসের কারণে হিমাচল প্রদেশের, মাণ্ডি, সোলান, শিমলা ইত্যাদি স্থানে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতিতে উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
মৌসম ভবনের আধিকারিক চরণ সিংহ জানিয়েছেন---পশ্চিমীঝঞ্ঝা ও আরব সাগর থেকে আসা দক্ষিণ মৌসুমী বায়ুর কারণে হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী বর্ষণ হয়েছে৷ চলতি মরসুমে হিমাচলে ১৭০টি মেঘভাঙা বৃষ্টি হয়েছে ও ধসের ঘটনা ঘটেছে৷ ৯,৬০০টি বাড়ি আংশিক বা পুরোপুরিভাবে ভেঙেছে৷ গত মাসে বৃষ্টির ও ধসের কারণে ১৩০ জন লোক মারা যান৷