টাটানগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঝাড়খণ্ডের জামশেদপুরে (টাটানগরে) আমরা বাঙালীর পক্ষ থেকে সাড়ম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়৷ সাকচি নেতাজী সুভাষ ময়দান (আমবাগান) থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রথম পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আসে ও সেখানে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে দাবী সনদ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ তারপর আবার পরবর্তী পর্যায় সেই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে সাকচি গোল চকে এসে উপস্থিত হয় ও সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়৷ প্রায় দুই শতাধিক আমরা বাঙালী সদস্য সদস্যাগণ এই পথসভায় অংশগ্রহণ করেন৷ এই শোভাযাত্রার পুরোভাগে রাঢ়বঙ্গের নিজস্ব সংস্কৃতি ছৌঁনৃত্যের কলাকুশলীরা তাঁদের শিল্পকলার নিদর্শন প্রদর্শন করেন৷ এই ছৌনৃত্যের পরিচালনায় ছিলেন শ্রী জয়মোহন সিং সর্দার৷ তিনি রাঢ়ের ঝুমুর সঙ্গীতও পরিবেশন করেন৷ এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্‌হা, সাংস্কৃতিক সচিব শ্রীমোহনলাল অধিকারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সর্বশ্রী অঙ্গদ মাহাত, সুনীল মাহাত, নাগেশ্বর মাহাত, সুধীর মাহাত প্রমুখ উপস্থিত ছিলেন৷ পথসভার শুরুতে শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়৷ তারপর স্পান্দনিক গোষ্ঠীর শিল্পীরা বাঙলা ও বাঙালীর ওপর রচিত প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ ঝাড়খণ্ডের আমরা বাঙালী নেতৃবৃন্দ শ্রীমতী রেখা মাহাত, আশিষ নাগ চৌধুরী, কালীচরণ মাহাত, নারায়ণ সেন সহ অন্যান্য নেতানেত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় ও পরিচালনায় ছিলেন শ্রী সুশীল মাহাত, অঙ্গদ মাহাত ও নারায়ণ সেন৷ ঝাড়খণ্ডের বাঙালীদের সমস্যা, বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা বাংলা ভাষাকে প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি দান, বাংলা ভাষার পঠন পাঠনের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ইত্যাদি দাবীগুলি উত্থাপন করে ও বাঙালীদের মাতৃভাষা বাংলাকে অবদমন করার প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বক্তাগণ তাদের বক্তব্য রাখেন৷