সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৯ই মার্চ উত্তর টাটুয়াড়া নামোপাড়ায় সম্মিলিত উদ্যোগে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়ঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্’’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, নারায়ণসেবা ও তত্ত্বসভার আয়োজন করা হয়৷ আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত , আচার্য নারায়ণানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা কীর্ত্তন মহিমা, আধ্যাত্মিক সাধনা, যম-নিয়ম ও সুস্থ পরিবেশ বজায় রাখার গুরুত্ব নিয়ে ব্যাখ্যা করেন৷
উক্ত সেমিনারে ব্রাজিল নিবাসী আনন্দমার্গ যোগ প্রশিক্ষক জর্জ সেরেসা যুব সমাজের উন্নয়নে যোগসাধনা ও আসনের গুরুত্ব ব্যাক্ষা করেন ও যোগাসন প্রশিক্ষণ দেন৷