টেবল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন বাঙলার সিন্ড্রেলা দাস

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গোয়ায় অনূর্ধ-১৭ ফাইনালে সিন্ড্রেলার মুখোমুখি হয়েছিল নন্দিনী সাহা৷ প্রথম গেম ৬-১১ পয়েন্টে হারে সিন্ড্রেলা৷ পিছিয়ে পড়লেও ভয় পায়নি সে৷ পরের গেমেই ফিরে আসে৷ জিতে নেয় ১১-৬ পয়েন্টে৷ এক বার ছন্দ পেয়ে যাওয়ার পরে সিন্ড্রেলাকে আটকাতে পারেনি নন্দিনী৷ তৃতীয় গেম সিন্ড্রেলা জেতে ১১-৫ পয়েন্টে৷ চতুর্থ গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ কিন্তু শেষ পর্যন্ত ১২-১০ পয়েন্টে সেই গেম জিতে চ্যাম্পিয়ন হয় সিন্ড্রেলা৷ পদক আসছিল রুপো বা ব্রোঞ্জ হলেও সোনাটা অধরা থাকছিল৷ সেই অধরা সোনা এ বার জিতে নিল সিন্ড্রেলা দাস৷ টেবল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে বাঙালি কন্যা৷ গোয়ায় আয়োজিত প্রতিযোগিতায় ফাইনালে এ রাজ্যের প্রতিযোগীকেই হারিয়েছে সে৷

সেমিফাইনালে সিন্ড্রেলা ও নন্দিনী দু’জনই মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের প্রতিযোগীর বিরুদ্ধে৷ সিন্ড্রেলার সামনে ছিল কাব্য ভট্ট৷ সেই লড়াইও চার গেমের হয়৷ সেখানেও প্রথম গেম হেরেছিল সিন্ড্রেলা৷ কিন্তু পরের তিনটি গেম জিতে (৯-১১, ১২-১০, ১১-৮, ১৩-১১) ফাইনালে ওঠে সে৷ ফাইনালেও সেই ছবিই দেখা গেল৷

অপর সেমিফাইনালে নন্দিনীর খেলা ছিল দিব্যাংশি ভৌমিকের বিরুদ্ধে৷ সেই খেলা গড়ায় পাঁচ গেমে৷ তিন গেমের পর পিছিয়ে ছিল নন্দিনী৷ পরের দু’টি গেম জিতে (১১-৯, ১৩-১৫, ৭-১১, ১২-১০, ১১-৮) ফাইনালে ওঠে সে৷ কিন্তু ফাইনালে আর পিছিয়ে পরে ফিরতে পারল না নন্দিনী৷ হারতে হল সিন্ড্রেলার কাছে৷

জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার আগে দাম্মামে প্রতিযোগিতা ছিল সিন্ড্রেলার৷ সেখানে দু’টি রুপো ও একটি ব্রোঞ্জ জেতে সে৷ এ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর অস্ট্রিয়ায় গিয়েছে সে৷ সেখানে একটি প্রতিযোগিতায় খেলবে সিন্ড্রেলা৷ ১৫ নভেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে তার৷