ইসলামাবাদের মাটিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ৪-০ ব্যবধানে এল টানা অষ্টম জয় এই নিয়ে ডেভিস কাপে আট বার পাকিস্তানের মুখোমুখি হল ভারত৷ টেনিস কোর্টের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ্ থাকল৷ ৮-০ ব্যবধানে এগিয়ে থাকল ভারত৷ পারল না পাকিস্তান৷ ডেভিস কাপের ওয়ার্ল গ্রুপ ওয়ান প্লে-অফ ৪-০ ব্যবধানে জিতে নিল ভারত৷ শনিবার ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত৷ রবিবার টাইয়ের দ্বিতীয় দিন ডাবলস এবং প্রথম ফিরতি সিঙ্গলসও জিতে নেন ভারতীয়রা৷ এর পর দ্বিতীয় ফিরতি সিঙ্গলস খেলার আর প্রয়োজন হয়নি৷ ৬০ বছর পর পাকিস্তানে গিয়ে ইসলামাবাদের ঘাসের কোর্টে বড় জয় তুলে নিল ভারতীয় টেনিস দল৷ রবিবার ডাবলসে মুখোমুখি হয় ভারতের ইউকি ভাম্বরি-সাকেত মিনেনি জুটি এবং পাকিস্তানের মুজাম্মিল মুর্তাজা-আকিল খান জুটি৷ প্রথম সেটে পাক জুটি তেমন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি৷ ৬-২ ব্যবধানে জিতে নেন ভাম্বরি-মিনেনি৷ এই ম্যাচের দ্বিতীয় সেট ছিল পাকিস্তানের কাছে আশা বাঁচিয়ে রাখার শেষ সুযোগ৷ প্রথম দু’টি সিঙ্গলস হারার পর ডাবলসে হার মানেই টাই হার৷ এমন পরিস্থিতিতে তীব্র লড়াই করলেন মুর্তাজা-আকিল জুটি৷ তাও রক্ষা হয়নি৷ লড়াই টাইব্রেকার পর্যন্ত নিয়ে গেলেও হার মানতে হয় পাক জুটিকে৷ ৭-৬ (৭-৫) ব্যবধানে দ্বিতীয় সেট, ম্যাচ এবং টাই জিতে নেন ভাম্বরি-মিনেনি৷ ডাবলসে পাকিস্তানের হয়ে মুর্তাজার সঙ্গে খেলার কথা ছিল বরকত উল্লাহর৷ কার্যত মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তান তাদের সেরা খেলোয়াড়কে নামিয়ে দেয়৷ তাতেও অবশ্য লাভ হয়নি৷ ভাম্বরি-মিনেনি জুটি ৬-২, ৭-৬(৭-৫) ব্যবধানে জেতায় ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত৷ পাঁচ ম্যাচের টাই জয় নিশ্চিত হয়ে যায়৷ ফলে বাকি ম্যাচগুলি হয়ে যায় নিয়মরক্ষার৷ প্রথম ফিরতি সিঙ্গলস বা চতুর্থ ম্যাচে মুখোমুখি হন ভারতের কালিয়ান্দা পুনছা এবং পাকিস্তানের মহম্মদ শোয়েব৷ এই ম্যাচও কার্যত একতরফা ভাবেই জিতে নেন তরুণ ভারতীয়৷ পুনছার পক্ষে ফল ৬-৩, ৬-৪৷ পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ফিরতি সিঙ্গলস বা পঞ্চম ম্যাচ খেলা হয়নি৷ ডেভিস কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হল আট বার৷ প্রতি বারই জয় পেল ভারত৷ এই জয়ের ফলে ডেভিস কাপের ওয়ার্ল গ্রুপ ওয়ানে থেকে গেল ভারত৷ কোয়ালিফায়ারে ওঠার জন্য সেপ্ঢেম্বরে পরের টাই খেলতে হবে ভারতকে৷ সেই টাই জিতলে ডেভিস কাপের সেরা ২৪টি দলের মধ্যে জায়গা করে নেবে ভারত৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়