স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের অবসরের পর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণের ভরসা মার্ক উড৷ অথচ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকেই সম্ভবত পাবে না ইংল্যান্ড৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর তিন মাস আগেই সুখবর ভারতীয় দলের জন্য৷ চোটের জন্য ভারতের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উড৷ হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি৷
বেশ কিছু দিন ধরে হাঁটুর চোট ভোগাচ্ছে উডকে৷ চোট সারানোর জন্য চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করালেন উড৷ এ জন্য চার মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর চোটের জন্য পুরো ১০ ওভার বল করতে পারেননি তিনি৷ আট ওভার বল করেছিলেন৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি তিনি৷ পাকিস্তান থেকে দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেন৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, গত বৃহস্পতিবার উডের অস্ত্রোপচার হয়েছে৷
ইসিবির ওয়েবসাইটে উড বলেছেন, ‘‘গত বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে তিন ধরনের ক্রিকেট খেলেছি৷ তার পর এত দিনের জন্য মাঠের বাইরে থাকাটা কষ্টের৷ হাঁটুর সমস্যা সামলে আবার মাঠে ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী৷ এই সময় পাশে থাকার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সতীর্থ, কোচ, ইসিবিকে ধন্যবাদ৷’’
আগামী ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ৷ পঞ্চম টেস্ট শেষ হওয়ার কথা ৪ অগস্ট৷ এই সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে দু’দেশ৷ স্বাভাবিক ভাবেই দু’দলের কাছেই এই সিরিজের গুরুত্ব রয়েছে৷ ইসিবি জানিয়েছে, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন উড৷ তেমন হলে ভারতের বিরুদ্ধে শেষ দু’টি টেস্ট খেলতে পারেন৷ সে সময় তিনি পাঁচ দিনের ম্যাচ খেলার মতো ধকল নিতে পারবেন কিনা, তার উপর নির্ভর করবে সব কিছু৷ উল্লেখ্য, গত বছরও কনুইয়ের চোটের জন্য বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল ইংরেজ ক্রিকেটারকে৷
স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের অবসরের পর লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসা উড৷ তিনি না থাকায় নিঃসন্দেহে বেন স্টোকসের দলের শক্তি কমবে৷ ফলে ইংল্যান্ডের মাটিতে কিছুটা হলেও সুবিধা হতে পারে রোহিত শর্মাদের৷