টি-টোয়েন্টি বিশ্বকাপ তিন মাস আগে পাকিস্তানের নির্বাচক কমিটি বরখাস্ত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আবার বদল পাকিস্তান ক্রিকেটে৷ আগামী জুন মাস থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ তার তিন মাস আগে পাকিস্তানের নির্বাচক কমিটিকে বরখাস্ত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব যেতে পারে শাহিন শাহ আফ্রিদির৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ও প্রাক্তন নির্বাচক প্রধান ওয়াহাব রিয়াজের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নকভির মতে, একমাত্র ক্রিকেটীয় দক্ষতা দেখে ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত৷ কিন্তু নির্বাচক কমিটি সেটা করছিল না৷ সেই জন্য কমিটি সরিয়ে দেওয়া হয়েছে৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, ‘‘নির্বাচক কমিটিকে বরখাস্ত করা হয়েছে৷ খুব তাড়াতাড়ি নতুন কমিটি গঠন করা হবে৷ এই কমিটি ক্রিকেটীয় দক্ষতা দেখে সিদ্ধান্ত নেবে৷ সামনেই বিশ্বকাপ৷ সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’ নেতৃত্ব যেতে পারে শাহিনেরও৷ বাবর আজম দায়িত্ব ছাড়ার পরে গত বছর নভেম্বর মাসে শাহিনকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল৷ তার পরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১-৪ ফলে সিরিজ হারে পাকিস্তান৷ সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে শাহিনের নেতৃত্বাধীন লাহোর কলন্দর্স মাত্র একটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছে৷ তাই শাহিনের নেতৃত্ব নিয়ে প্রশ্ণ উঠছে৷

এই বিষয়ে নকভি বলেন, ‘‘আমি নিজেও জানি না শাহিনই অধিনায়ক থাকবে, না কি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে৷ সোমবার থেকে শিবির শুরু হচ্ছে৷ সেখানে সব ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হবে৷ তার পরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে৷ সামনেই বিশ্বকাপ৷ সে কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছি আমরা৷’’