টিকা করণ - লক্ষ্যপূরণে সংশয়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কেন্দ্রীয় সরকার সুর্প্রীমকোর্টে হলফনামায় বলেছিল--- আগামী জুলাই-২০২১-এর মধ্যে ৫১.৬ কোটি ডোজ টিকা জোগান দেবে৷ কিন্তু জুলাই এর ১২ তারিখ পর্যন্ত কেন্দ্রর হিসাব অনুযায়ী ৩৯.৪৯ ডোজ টিকার যোগান দেওয়া হয়েছে৷ তাই আগামী ১৯ দিনের মধ্যে ৫১.৬ কোটি ডোজের হিসাব মেলান সম্ভব নয়৷ কেন্দ্রের দেওয়া হলফ নামায় জানান হয়েছিল---আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ১৩৫ কোটি ডোজ দেওয়া হবে৷ জুলাই-২০২১ এর লক্ষ্যেই যেখানে পৌঁছান সম্ভব হবে না সেখানে ডিসেম্বরের লক্ষ্য ছোঁয়া সম্ভব নয়৷ রাজ্যে সমস্ত প্রাপ্ত বয়স্কদের টিকা দিতে লাগবে ১৬.৫ কোটি ডোজ৷ দেওয়া হয়েছে ২.৫ কোটি ডোজ এখনও ১৪কোটি বাকী৷ কিন্তু কেন্দ্র দেবে মাসে ৬০-৭০ লক্ষ ডোজ৷ বিরোধীদের অভিযোগ নিখরচায় টিকা জোগানের প্রচার যেভাবে চলছে সরকার কখনওই সেই প্রতিশ্রুতি মত কাজ করে না৷ তাই ডিসেম্বরের মধ্যে টিকাকরণের লক্ষ্যপূরণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে৷