তিন দিনের প্রস্তুতি ম্যাচে চোটের জন্য খেলছেন না কোহালি ও রাহানে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

বিসিসিআই-এর সূত্রে জানানো হয়েছে, পিঠে সমস্যা রয়েছে বিরাট কোহালির৷ সোমবার কিছুটা অসুবিধা হওয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেন তিনি৷ কোহলি কবে সুস্থ হবেন তা যদিও বোর্ড এখনও জানায় নি৷

 এছাড়া রহানের ছোট রয়েছে হ্যামস্ট্রিংয়ে৷ তবে আগামী ৪ঠা আগষ্ট প্রথম টেষ্টের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই জানিয়েছে বোর্ড৷ কোহালি ও রাহানে না থাকায় প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বে দিচ্ছেন রোহিত শর্র্ম৷

এই কারণেই তিনদিনের প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিরাট কোহালি ও অজিঙ্ক রাহানে৷ এছাড়া প্রস্তুতি ম্যাচে প্রথম দিন খেলতে নেমেই চোট পান আবেশ খান৷ ইংল্যাণ্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে কাউন্টি একাদশ দলের হয়ে খেলছিলেন আবেশ ও ওয়াশিংটন সুন্দর৷ ৩৫ তম ওভারে বল করার সময় হনুমা বিহারীর মারা বল আঙুলে  এসে লাগে আবেশের৷ তখনই মাঠ ছাড়েন তিনি৷

শুভমন গিলও চোটের কারণে  সিরিজ থেকে ছিটকে গেছে৷ প্রস্তুতি ম্যাচে রান পাননি রোহিতও৷ ইংল্যাণ্ড সিরিজের আগে কোহালী, রহানেদের চোট চিন্তার কারণ হয়ে  উঠতে পারে ভারতীয় শিবিরে৷

ভারতীয় শিবিরে এতগুলি চোটের কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে প্রস্তুতি ম্যাচগুলিতে৷ কারণ  অন্যতম দুই প্রধান ব্যাটস্‌ম্যান চোট পাওয়ায় ভারতীয় ব্যাটিং শিবিরে মজ্জায় ভাঙন ধরতে পারে৷ এছাড়া এখন দেখার পালা  ভারতীয় দল বাকি ম্যাচগগুলিকে কিভাবে পার করবে৷ কারণ উপযুক্ত টিম না তৈরী হলে যেকোনো ম্যাচ জেতাই ভারতের পক্ষে খুবই জটিল হয়ে দাঁড়াবে এই কারণে এখন ভারতীয় দলের প্রতিটি পদক্ষেপ খুবই চিন্তা ভাবনা করে ফেলতে হবে৷