বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পদকের পর পদক জিতে চলেছেন হরিয়ানার ১০৬ বছর বয়সী এক বৃদ্ধা৷ তার নাম রামবাই৷ তাঁর থেকে ২০ বছরের ছোট প্রতিযোগিদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে দেহরাদুনে পর পর তিনটি সোনার পদক জিতেছেন তিনি৷
১০০ মিটার ও ২০০ মিটার দৌড় ও শটপাটেও সবাইকে টেক্কা দিয়েছেন তিনি৷ ১০৪ বছর বয়সের রামবাই-এর মনে হয়েছিল যে তিনি ক্রীড়াবিদ হবেন৷ যেমন ভাবা তেমন কাজ. পরের বছরই একটি প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেন তিনি৷ আর এবার আরও তিনটি সোনার পদক এলো তার ঝুলিতে৷ রামবাই-এর জন্ম হরিয়ানার চরখি দাদরি গ্রামে৷ বিয়ের পর অন্য গৃহবধূদের মতোই জীবন কাটত তাঁর৷ অল্প বয়স থেকে এই পরিশ্রমের দাম পেয়েছেন৷ শরীরও সুস্থ থেকেছে৷ জমির কাজেও হাত লাগাতেই রামবাই৷ ২০১৬ সালে কানাডার ভ্যাঙ্কুভারে একটি প্রতিযোগিতায় ১০০ বছর বয়সী পঞ্জাবের মান কৌর সোনা জেতেন৷ সেই গল্প নাতনির কাছে শুনে তিনি ঠিক করেন যে তিনিও দৌড়বেন৷ কিছুদিনের অনুশীলনের পর গত বছর একটি প্রতিযোগিতায় মান কৌরের রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়েন রামবাই৷