টর্নেডোর জেরে বিপর্যস্ত আমেরিকার টেনেসি সহ একাধিক এলাকা৷ প্রবল ঝড়ের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক শিশু-সহ ছ’জনের৷ হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৩ জন৷ ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে বহু ঘর-বাড়ি৷ ব্যাহত হয়েছে যান চলাচল৷ প্রদেশটি বিদ্যুৎহীন হয়ে পড়ায় সমস্যায় পড়তে হয়েছে প্রায় দেড়লক্ষের বেশি মানুষকে৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শনিবার দুপুরের দিকে প্রবল ঝড় আছড়ে পড়ে টেনেসিতে৷ টর্নেডোর পূর্বাভাস থাকলেও ঝড়ের গতিবেগ বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয় ন্যাশভিল ও তার আশপাশের এলাকাগুলিতে৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্লার্কসভিল, কাম্বারল্যাণ্ড, স্প্রিংফিল্ড, ম্যাডিসন, হেন্ডারসনভিল ও গ্যালাটিন৷ ন্যাশভিলের উত্তরপূর্বে থাকা ম্যাডিসনের বাসিন্দা, লিয়্যান গ্যারে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে যায় অনেকের ঘর-বাড়ি৷ একাধিক বাড়ির ছাদ উড়ে যায়৷ কিছুক্ষণের মধ্যেহ
বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় গোটা এলাকা৷ ঝড়টির জেরে ব্যাহত হয় যান চলাচলও৷ ন্যাশভিল বিমানবন্দর থেকে বিমান চলাচল বাতিল করা হয়েছে৷
টর্নেডোর দাপট কিছুটা কমে এলে উদ্ধারকাজ শুরু হয়৷ ন্যাশভিল ও ক্লার্কসভিল থেকে এক শিশু সহ মোট ছজনের দেহ মেলে৷ ন্যাশভিলে ভেঙে পড়া একটি আবাসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ১৩ জনকে৷ এছাড়াও আরও দশজনকে এখনও পর্যন্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে টেনেসির বিভিন্ন এলাকা থেকে৷ আহতেরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঝড়ের সময় প্রায় ১ লক্ষ ৬০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্রুত তা স্বাভাবিক অবস্থায় ফেরৎ পাঠানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷