তোমার জগতে

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

ব্যথাতুরা এই লাঞ্ছিতা ধরণীকে

নিয়ে চল’ তোমারই

অন্য কোন সুন্দর পৃথিবীতে৷

যেখানে আছে হাসি, আনন্দ

আছে সুর ও ছন্দ

লয়হারা নয় প্রমত্ত প্রলয়

নাই মৃত্যুর হাতছানি, হারানোর ভয়৷

আছে রূপ-রস, মাধুরী-সুগন্ধ

নেই ভেদাভেদ, হিংসা-দ্বন্দ্ব

বুভুক্ষুর যন্ত্রণা, শোষণের ভ্রষ্টনীতি৷

আছে সন্তোষ, প্রেম-প্রীতি

শান্তি-ভালবাসার দখিণা মলয়

বিবেকারুণ-রাগে রাঙে চতুর্বলয়

কুঞ্জে কুঞ্জে বিহগের কুহু-কলতান

মানব কণ্ঠে ধবনিত মুক্তির জয়গান৷

সেই আলোকদীপ্ত অমৃতময়

সত্য-শুভ্র তোমার জগতে

সেবা-সাধনায় মাতিবারে চাই

বিশ্বজোড়া সকল ভ্রাতা-ভগিনী সাথে৷