তোমার কৃপাধারা

লেখক
কৌশিক খাটুয়া

যন্ত্রণা বহন করে চলা, আরেক যন্ত্রণা,

সে যন্ত্রণা গোপন করা,দ্বিগুণ যন্ত্রণা৷

তবু যন্ত্রণা কাতর হাসি হতাশারই প্রকাশ,

যন্ত্রণা লাঘব করার এক বিফল প্রয়াস৷

 

মহামূল্য এ যাতনা ভরা থাক মনে,

না প্রকাশিয়া সর্বজনে, রাখি সঙ্গোপনে৷

অভাগার শেষ সম্বল, দুফোঁটা অশ্রুজল,

হলে নিঃশেষ তাও, চিত্ত হয় দূর্বল৷

 

চাপা যন্ত্রণা সযতনে রাখা স্রষ্টার তরে,

নিভৃতে শ্রীচরণে অভিমানে ফেটে পড়ে!

সে যাতনা অনুভব করি তারিয়ে তারিয়ে,

অন্তরে জাগত পিতা দুহাত বাড়িয়ে৷

যন্ত্রণা সহিবার হেথা চরম সার্থকতা,

গভীর আনন্দ রূপ দিলেন বিধাতা৷

 

সমব্যাথি দয়া করে থাকো তুমি দূরে,

প্রেম-ডালি নিয়ে বিধি জাগত অন্তঃপুরে৷

যাতনা-সৃষ্ট আনন্দ, আনে জীবনের ছন্দ,

অভিমানে বিস্ফোরণ, সেতো মহানন্দ!

এখনো রয়েছে হাসি, তাই জাগ্রত আশা,

শিরে বরাভয়ের কৃপা হস্ত,

আছে ভালোবাসা৷

যন্ত্রণা আসে যায়, ভরা ভূবনে,

যন্ত্রণা তাঁর লীলা, যেন থাকে মনে৷

 

যবে একে একে প্রিয়জন দূরে যায় চলে,

হৃদাকাশ ভারাক্রান্ত জমাট বাদলে৷

তবু ছিন্ন সূত্রের পরেও অচ্ছেদ্য বন্ধনে,

আবদ্ধ দ্বৈত সত্তা----------

আত্মা ও পরমাত্মা৷