ত্রি-দিবসীয় আনন্দমার্গ আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে ত্রি-দিবসীয় আনন্দমার্গ আন্তর্জাতিক ধর্ম মহাসম্মেলন ৩রা জানুয়ারী,২৪ আনন্দমূর্ত্তিজীর বরাভয় আশীর্বাদ মুদ্রার প্রদর্শনের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়৷ পৃথিবীর বিভিন্ন দেশ ও ভারতের প্রায় সব রাজ্য থেকে ভক্ত আনন্দমার্গীরা সম্মেলনে উপস্থিত ছিলেন৷ তিনদিনের সম্মেলনের বৈশিষ্ট্য ছিল---  ৭২ঘণ্টা অখণ্ড ‘‘বাবা নাম কেবলম নাম সংকীর্র্ত্তন৷ ৭২ঘণ্টা প্রাক-সমাপ্তি কীর্র্ত্তন পূর্বে কীর্র্ত্তন পরিক্রমা করা হয়৷ প্রতিদিন দু’বেলা মিলিত গুরুসকাস, পাঞ্চজন্য, কীর্র্ত্তন সহযোগে প্রভাত ফেরী, ঈশ্বর প্রণিধান প্রত্যেক আধ্যাত্মিক সাধক নিয়মিত অংশগ্রহণ৷ মার্গগুরু প্রতিনিধি আচার্য বিকাশানন্দ অবধূত দাদা কর্তৃক দু’বেলা আধ্যাত্মিক ধর্মীয় প্রবচন৷ সহস্রাধিক দুঃস্থ মানুষদের কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়৷ ১লা জানুয়ারী’২৪ উপস্থিত সর্ব সাধারণ ও মার্গীদের জন্যে মধ্যাহ্ণ ভোজনের আয়োজন করা হয়৷ আর্থিকভাবে অসচ্ছলদের জন্যে প্রতিদিন দু’বেলা সস্তা ভোজনের ব্যবস্থা করা হয়৷ তিন জোড়া বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গে বৈপ্লবিক বিবাহ বলতে বুঝায় যেখানে কোন জাতপাত, তথাকথিত ধর্ম, দেশ-বিদেশের বিচার করা হয় না, কোন রকমের পণ থাকে না অর্থাৎ তথাকথিত সবধরনের কু-সংস্কার মুক্ত৷ ধর্ম মহা সম্মেলন উপলক্ষ্যে বিরাট মেলা বসে যেখানে সবধরনের রকমের মাদকদ্রব্য সেবন নিষিদ্ধ৷ বিভিন্ন ধর্মের জনসাধারণ উপস্থিত হন ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বেচা-কেনা হয়ে থাকে৷ দেশ-বিদেশের মানুষ একত্রিত হন ও নিজেদের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান হয়৷ প্রতিদিন সন্ধ্যায় প্রভাত-সঙ্গীত ও নব্য-মানবতাবাদ আধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে৷