ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে আমরা বাঙালী তিন কেন্দ্রে প্রার্থী দিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ত্রিপুরায় বিধানসভার উপ নির্বাচনে আমরা বাঙালী, ত্রিপুরায় বিপদগ্রস্ত বাঙালী জাতির স্বার্থে নির্বাচনে অংশ নিয়েছে৷ তারা তিন কেন্দ্রে প্রার্থী দিয়েছে৷

সকল শুভবুদ্ধি সম্পন্ন বাঙালী দরদী ভাই ও বোনদের আমরা বাঙালী অনুরোধ করে ত্রিপুরার বাঙালী জাতিকে বাঁচাতে আপনার, আপনার পরিবারের ও আপনার আশে পাশের পরিচিতদের সহ সকল বাঙালীর ভোটটি আমরা বাঙালীর প্রার্থীকে দিয়ে জয়যুক্ত করুন৷

এ প্রসঙ্গে আমরা বাঙালী রাজ্য সচিব শ্রী গৌরাঙ্গ রুদ্র পাল মহাশয় আগরতালায় বলেন বাঙালী জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলনে ত্রিপুরা রাজ্যে আপামর জনগণের স্বার্থে, অযৌক্তিক মানবতা বিরোধী গ্রেটার তিপ্রাল্যাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে, নীতি নিয়তিবাদীদের নিয়ে প্রাউট দর্শনের ব্লকভিত্তিক উন্নয়নকে সামনে রেখে সাধনার মানুষকে কর্মসংস্থান ও বাস্তব সম্মত পরিকল্পনা মাধ্যমে আর্থিক সাহায্য করতে আমরা বাঙালী প্রার্থীদের জয়ের মাধ্যমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন৷ তিনজন প্রার্থীর নাম যথা--- রামকৃষ্ণ দেবনাথ বরদোয়ালি কেন্দ্র থেকে, প্রাণেশ দাস ৪৬ সুরমা কেন্দ্র থেকে, বিজয় দেবনাথ যুবরাজ নগর কেন্দ্র থেকে৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন